
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে পরিবারের সাক্ষাতের দাবিতে মঙ্গলবার ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে বিক্ষোভ ডেকেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তার আগে গোটা রাওয়ালপিন্ডি জুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা। নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বুধবার পর্যন্ত। পুলিশের স্পষ্ট নির্দেশ পাঁচ জনের বেশি জমায়েত করা চলবে না, কোনও ধরনের সভা-মিছিলও নয়।
নির্দেশিকায় আরও জানানো হয়েছে, কারও কাছে আগ্নেয়াস্ত্র, বল বিয়ারিং বা হিংসায় কাজে লাগতে পারে এমন কোনও বস্তু থাকলেই গ্রেফতার করা হবে। প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন বা উসকানিমূলক ভাষণ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। লাউডস্পিকার ব্যবহারের ওপরও কড়াকড়ি জারি হয়েছে। পুলিশের দাবি, গোয়েন্দা সূত্রে জানা গেছে, কয়েকটি গোষ্ঠী পরিস্থিতি অশান্ত করার পরিকল্পনা করছে। গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে হিংসা ছড়ানোর আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
পিটিআইয়ের অভিযোগ, ইসলামাবাদ হাই কোর্ট নির্দেশ দিয়েছিল যে সপ্তাহে দু’দিন পরিবার ইমরানের সঙ্গে দেখা করতে পারবে। কিন্তু সেই নির্দেশ মানা হচ্ছে না। তাই আদালতের সামনে বিক্ষোভ এবং আদিয়ালা জেল পর্যন্ত মিছিলের পরিকল্পনা করেছে দলটি। নেতৃত্বে থাকতে পারেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি।
২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি রয়েছেন ইমরান খান। আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তাঁকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, সাজা হয়েছে স্ত্রী বুশরা বিবিরও। গত কয়েক দিনে পরিবারের সদস্যদের দেখা করতে না দেওয়ায় বাড়ছে জল্পনা। ইমরানের স্বাস্থ্যের নিয়ে নানা গুঞ্জনের মধ্যে জেল কর্তৃপক্ষ দাবি করেছে, তিনি সম্পূর্ণ সুস্থ এবং তাঁকে সরানো হচ্ছে এ জাতীয় খবর ‘ভিত্তিহীন’।
ইতিমধ্যেই বোন আলিমা খান আদালতের দ্বারস্থ হয়েছেন। অন্যদিকে পিটিআই আন্দোলনের ডাক দেওয়ায় রাওয়ালপিন্ডি জুড়ে অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে।
