
বড়দিনের আগে থেকেই উৎসবের রঙে সেজে উঠেছে কলকাতা। শহরের প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিটে শুরু হয়ে গিয়েছে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের প্রস্তুতি। সন্ধ্যা নামলেই আলোর মালায় বদলে যাচ্ছে চেনা রাস্তার চেহারা। রঙিন আলো, থিমভিত্তিক সাজসজ্জা আর মানুষের ভিড়ে জমজমাট হয়ে উঠছে গোটা এলাকা।
সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মলিক বাজার হয়ে সেন্ট পলস ক্যাথিড্রাল পর্যন্ত রাস্তার দু’পাশে বসানো হয়েছে নজরকাড়া আলোকসজ্জা। প্রতিটি লাইটের নকশায় ফুটে উঠছে বড়দিনের আনন্দ আর উৎসবের আবহ। ক্রিসমাসের কাউন্টডাউন শুরু হতেই স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকদের ভিড় বাড়ছে পার্ক স্ট্রিটে।
কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল এখন শুধু ধর্মীয় উৎসব নয়, শহরের সংস্কৃতি ও সম্প্রীতির এক বড় উদযাপন। প্রতি বছর ডিসেম্বর মাসে এই উৎসব ঘিরে পার্ক স্ট্রিটে তৈরি হয় এক বিশাল উন্মুক্ত কার্নিভালের পরিবেশ। আলোর পাশাপাশি লাইভ মিউজিক, কোরাস পরিবেশনা, নাচ ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর থাকে এলাকা।
এবারও ফেস্টিভ্যালের অন্যতম আকর্ষণ আলেন পার্কের উৎসব মঞ্চ। সেখানে প্রতিদিনই থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উপভোগ করতে ভিড় জমাচ্ছেন মানুষ। পাশাপাশি বড়দিন মানেই খাওয়া-দাওয়া। পার্ক স্ট্রিট ও আশপাশের এলাকায় বসেছে একাধিক ফুড স্টল। কেক, পেস্ট্রি, চকোলেট থেকে শুরু করে দেশি-বিদেশি নানা খাবারের স্বাদ নিতে উৎসাহী মানুষ।
শহরের এই উৎসবের আবহ শুধু কলকাতাবাসীকেই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদেরও আকর্ষণ করছে। আলো, আনন্দ আর মানুষের উচ্ছ্বাসে বড়দিনের আগেই উৎসবের রঙে ভরে উঠেছে কলকাতা।
