
রাজ্য কমিটি ঘোষণার পরদিনই বুধবার কলকাতায় পৌঁছলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। লক্ষ্য একটাই, ২০২৬-এর বিধানসভা নির্বাচন। ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে ও সংগঠনকে আরও মজবুত করতে দু’দিনের বঙ্গ সফরে এসেছেন তিনি। সল্টলেকে সেক্টর ফাইভের একটি হোটেলে দফায় দফায় বৈঠক করেন নাড্ডা। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা।
এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সহ রাজ্যের শীর্ষ নেতৃত্ব। কোর কমিটির পাশাপাশি জেলার সভাপতি ও বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গেও আলাদা করে আলোচনা করেন নাড্ডা। ভোটের আগে বুথ স্তর পর্যন্ত সংগঠনকে সক্রিয় করা, জনসংযোগ বাড়ানো এবং দলের মধ্যে সমন্বয় জোরদার করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, জেলার সভাপতিদের উদ্দেশে নির্দিষ্ট বার্তা দিয়েছেন নাড্ডা। কোন জেলায় কী দুর্বলতা রয়েছে, কোথায় সংগঠন আরও শক্ত করা দরকার, তা খোলাখুলি ভাবে তুলে ধরেন তিনি। পাশাপাশি প্রবাসী ও বিভিন্ন শাখা সংগঠনের কার্যকর্তাদেরও মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কল্যাণীর এইমসে একটি স্বাস্থ্য সংক্রান্ত সভায় যোগ দেওয়ার কথা রয়েছে জেপি নাড্ডার। সেখানে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এর পাশাপাশি আরও কয়েকটি সাংগঠনিক বৈঠক রয়েছে তাঁর কর্মসূচিতে।
উল্লেখ্য, গত সপ্তাহেই রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চলতি মাসের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও বাংলায় আসার কথা। উত্তর ও দক্ষিণবঙ্গে আলাদা সভা করবেন তিনি। বিজেপির তরফে ইতিমধ্যেই ২০২৬-এর ভোটে দুই-তৃতীয়াংশ আসন জয়ের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। সেই লক্ষ্যেই একের পর এক কেন্দ্রীয় নেতার সফর ও কর্মসূচিতে চাঙ্গা গেরুয়া শিবির। এখন নজর, নাড্ডার সফর শেষে বিজেপি সংগঠনে কতটা গতি আসে।
