
২০২৭ সালের জনগণনার প্রথম ধাপ এই বছর ১ এপ্রিল থেকে শুরু হবে। কেন্দ্রীয় সরকারের একটি বিজ্ঞপ্তিতে বুধবার এই তথ্য জানানো হয়েছে। প্রথম ধাপে দেশের বাড়ির তালিকা তৈরি হবে, যা সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত চলবে। এরপর দ্বিতীয় ধাপে নাগরিকদের সংখ্যা গণনা করা হবে।
কেন্দ্র জানিয়েছে, জনগণনা দুটি পর্যায়ে হবে। প্রথমে হাউসিং লিস্টিং, পরে পপুলেশন এনুমারেশন। এটি হবে ভারতের ১৬তম আদমশুমার এবং স্বাধীনতার পর থেকে অষ্টম। ১৯৪৮ সালের আদমশুমার আইন ও ১৯৯০ সালের বিধি অনুযায়ী সমগ্র প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে এই প্রথম পুরো দেশে ডিজিটাল পদ্ধতিতে জনগণনা করা হচ্ছে।
বর্তমানে পশ্চিমবঙ্গসহ ১২টি রাজ্যে SIR (Socio-economic and Infrastructure Record) প্রক্রিয়া চলছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত যে কোনো সময় ৩০ দিনের মধ্যে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ করা হবে। স্থানীয় প্রশাসন নির্ধারণ করবে কোন রাজ্যে কখন এই কাজ হবে। তথ্য সংগ্রহের আগে জনসাধারণকে ১৫ দিনের সময় দেওয়া হবে নিজের ঠিকানা প্রশাসনকে জানানোর জন্য।
এই সময়সূচি রাজ্য নির্বাচনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সাধারণত, এপ্রিল মাসে বাংলা, পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যে ভোট অনুষ্ঠিত হয়। তবে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ভোটমুখী রাজ্যগুলিতে জনগণনার কাজ ভোটের পরও করা যেতে পারে। এর ফলে প্রশাসনের চাপ কমবে এবং তথ্য সংগ্রহ প্রক্রিয়ায় বাধা কমবে।
