
ফের একবার ভারতকে লক্ষ্য করে উস্কানিমূলক হুমকি দিল জইশ-ই-মহম্মদের প্রধান ও জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসবাদী মাসুদ আজহার। সম্প্রতি প্রকাশ্যে আসা একটি অডিও বার্তায় তিনি দাবি করেছেন, তাঁর সংগঠনের কাছে হাজারেরও বেশি আত্মঘাতী জঙ্গি প্রস্তুত রয়েছে, যারা যে কোনও মুহূর্তে হামলা চালাতে পারে। অডিওটি কবে রেকর্ড করা হয়েছে বা এর সত্যতা এখনও নিশ্চিত নয়, তবে এই বার্তা ঘিরে নতুন করে উদ্বেগ বাড়ছে নিরাপত্তা মহলে।
অডিওতে মাসুদ আজহারকে বলতে শোনা যায়, এই সংখ্যা একশো বা হাজারে সীমাবদ্ধ নয়। তাঁর দাবি, বিপুল সংখ্যক যুবক ‘শহিদ’ হতে প্রস্তুত এবং ভারত অভিযানে পাঠানোর জন্য তাঁকে চাপ দিচ্ছে। এমন বক্তব্যকে বিশ্লেষকরা চরমপন্থী প্রচারের অংশ হিসেবেই দেখছেন, যার উদ্দেশ্য সংগঠনের শক্তি প্রদর্শন ও ভয় ছড়ানো।
ভারতবিরোধী প্রচার ও হুমকি মাসুদ আজহারের কাছে নতুন নয়। গোয়েন্দা সূত্রের দাবি, ২০০১ সালের সংসদ হামলা থেকে শুরু করে মুম্বই হামলা-সহ একাধিক বড় জঙ্গি ঘটনার সঙ্গে তাঁর সংগঠনের নাম জড়িত। ২০১৯ সালের পর থেকে তাঁকে জনসমক্ষে দেখা যায়নি। সেই বছর পাকিস্তানের বাহাওয়ালপুরে তাঁর গোপন ঘাঁটিতে বিস্ফোরণের পর থেকেই তিনি আড়ালে রয়েছেন বলে জানা যায়। এরপর থেকে মূলত অডিও বার্তা ও অনলাইন প্রচারের মাধ্যমেই সংগঠন চালাচ্ছেন তিনি।
গত বছর পহেলগামে ভয়াবহ হামলার পর ভারতের ‘অপারেশন সিঁদুর’-এ জইশের একাধিক ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালানো হয়। গোয়েন্দা সূত্রের দাবি, সেই অভিযানে আজহারের পরিবারের কয়েকজন সদস্যও নিহত হন। এতে সংগঠন দুর্বল হয়েছে বলেই ধারণা করা হচ্ছিল। তবে নতুন এই অডিও বার্তার মাধ্যমে আজহার বোঝাতে চাইছেন, জইশ এখনও সক্রিয়।
নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এই ধরনের হুমকি শুধু ভারতের জন্য নয়, গোটা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্যই বড় ঝুঁকি। তাই অডিও বার্তাটি প্রকাশ্যে আসার পর বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে দেশের নিরাপত্তা সংস্থাগুলি।
