
স্বামী বিবেকানন্দের জন্মদিন উদযাপনেও বাঁচলো না রাজনীতি। কলকাতার সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়ির সামনে ঝলমলে পোস্টার দিয়ে শুরু হলো বিতর্ক। পোস্টারে দেখা যাচ্ছে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং লেখা “স্বাগতম যুবরাজ।” এই পোস্টার প্রচারিত হয়েছে এক তৃণমূল কাউন্সিলরের উদ্যোগে।
বিজেপি নেতারা এই পোস্টারকে কটাক্ষ করেছেন। শুভেন্দু অধিকারী বলেন, “স্বামীজি একমাত্র যুবরাজ, অন্য কেউ নয়।” প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়ও ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, এই ধরনের পোস্টার ‘নিম্নরুচির’ পরিচয় দিচ্ছে। তিনি আরও যোগ করেন, রাজনীতিকে তৃণমূল সিপিএম থেকে শিখেছে।
অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে পোস্টার নিয়ে কোনো অসুবিধা নেই বলে মন্তব্য করেছেন মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, “জনপ্রিয় নেতাদের ভালোবেসে মানুষ অভিষেককে যুবরাজ বলেছেন, এতে কারও অসুবিধা কেন?” এই ঘটনার মধ্যেই তৃণমূল বিজেপিকে নিশানা করেছেন।
এদিকে পোস্টার ইস্যুতে পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক দিয়েছেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, “স্বামীজির জন্মমাটিতে আজ ফাইল চোর, গরুচোর, কয়লা চোর ঘুরে বেড়াচ্ছে। তাই পরিবর্তন প্রয়োজন।”
বিজেপি ও তৃণমূলের মধ্যে এই বিতর্কে জন্মদিনের উত্সবও রাজনৈতিক রঙে রঙিন হয়ে উঠেছে। সিমলা স্ট্রিটে স্বামীজিকে শ্রদ্ধা জানাতে গিয়েও রাজনৈতিক উত্তাপ অনুভূত হয়েছে।
স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে করা উদযাপনও এইবার সরাসরি রাজনীতির ময়দানে পরিণত হয়েছে, যেখানে নেতাদের ব্যাখ্যা, অভিযোগ ও কটাক্ষ মিলেমিশে এক নতুন বিতর্কের সৃষ্টি করেছে।
