
আহমেদাবাদের সবরমতী রিভারফ্রন্টে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব ২০২৬-এ এক অনন্য মুহূর্তের সাক্ষী থাকল দেশবাসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ একসঙ্গে ভগবান হনুমানের ছবি আঁকা ঘুড়ি ওড়ান। রঙিন ঘুড়ির সঙ্গে কূটনৈতিক সৌহার্দ্য ও সাংস্কৃতিক বন্ধনের বার্তা স্পষ্ট হয়ে ওঠে এই অনুষ্ঠানে।
সোমবার আয়োজিত এই উৎসবে দুই নেতা যৌথভাবে উদ্বোধন করেন আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলা থেকে শুরু করে ঘুড়ি ওড়ানোর আনন্দ, সব মিলিয়ে মোদী ও মের্জকে দেখা যায় একেবারে স্বচ্ছন্দ ও হাসিখুশি মেজাজে। বিশেষ করে জার্মান চ্যান্সেলরের প্রথম ভারত সফরে এমন একটি ঐতিহ্যবাহী উৎসবে অংশগ্রহণ অনুষ্ঠানটির গুরুত্ব আরও বাড়িয়েছে।
মকর সংক্রান্তিকে সামনে রেখে তিন দিনব্যাপী এই উৎসব চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। বিশ্বের প্রায় ৫০টি দেশ থেকে ১৩৫ জন আন্তর্জাতিক ঘুড়িপ্রেমী এতে অংশ নিয়েছেন। পাশাপাশি ভারতের বিভিন্ন প্রান্তের ৬৫ জন এবং গুজরাটের ৮৭১ জন স্থানীয় ঘুড়ি শিল্পী ও শৌখিন অংশগ্রহণকারী এই উৎসবকে আরও বর্ণময় করে তুলেছেন।
উৎসবের আগে প্রধানমন্ত্রী মোদী সবরমতী আশ্রমে চ্যান্সেলর মের্জকে স্বাগত জানান। সেখানে দু’জনেই মহাত্মা গান্ধীর প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন এবং আশ্রমের দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন। এই সফর ভারত ও জার্মানির কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর এবং কৌশলগত অংশীদারিত্বের ২৫ বছর পূর্তির সঙ্গেও বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।
দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রতিরক্ষা, বিজ্ঞান ও সবুজ উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতা বাড়ানোর উপর জোর দেওয়া হবে। সব মিলিয়ে, ঘুড়ির সুতোয় বাঁধা এই উৎসব শুধু আনন্দের নয়, বরং ভারত-জার্মান সম্পর্ককে আরও দৃঢ় করার এক সুন্দর প্রতীক হয়ে রইল।
