
কলকাতায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার সকাল ১১টা নাগাদ শহরের ব্যস্ত বিবি গাঙ্গুলি স্ট্রিটের একটি আসবাবপত্রের দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই সেই আগুন পাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। ঘন ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। প্রাথমিকভাবে ১০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামানো হয়েছে। তবে এলাকা অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় এবং দোকানটি বহুতলের নীচে অবস্থিত হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে। প্রায় এক ঘণ্টা পরেও আগুনের মূল উৎসে পুরোপুরি পৌঁছনো সম্ভব হয়নি বলে দমকল সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রের দাবি, দোকানের ভিতরে কাঠের কাজ চলাকালীন হঠাৎ ধোঁয়া বেরোতে দেখা যায়। কর্মীরা প্রথমে নিজেদের নিরাপত্তার কথা ভেবে দোকান থেকে বেরিয়ে আসেন। পরে দোকানে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হলেও আগুনের তীব্রতা দ্রুত বেড়ে যায়। দোকানের উপর থাকা টিনের অংশ দাউদাউ করে জ্বলতে দেখা যায়। আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন আরও দুই দোকানে এবং পিছনের গুদামেও।
আগুন লাগার সঙ্গে সঙ্গে পাশের আবাসনগুলির বাসিন্দারা ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তাঁদের অভিযোগ, আগুন বহুতলের একাংশেও ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে। সংশ্লিষ্ট রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে আশপাশে তীব্র যানজট তৈরি হয়েছে।
দমকল ও পুলিশের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আপাতত কোনও হতাহতের খবর নেই। আগুনের সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন।
