
নদীয়ার একটি জনসভায় পশ্চিমবঙ্গের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে সমর্থন জানিয়ে বড় প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার আমরাও আরও ভালো দেব।” যদিও টাকা অঙ্ক সরাসরি উল্লেখ করেননি, তবে তিনি ওড়িশা, দিল্লি, হরিয়ানা ও মহারাষ্ট্রের উদাহরণ তুলে রাজ্যে এই প্রকল্প আরও উন্নত করা সম্ভব হবে বলে ইঙ্গিত দিয়েছেন।
লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প। বর্তমানে এই প্রকল্পে সাধারণ মহিলাদের মাসে ১২০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতির মহিলাদের ১৫০০ টাকা দেওয়া হয়। বিধানসভা নির্বাচন সামনে রেখে, রাজ্যবাসীর মধ্যে এটি বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। পূর্বে বিরোধীরা এই প্রকল্পের সমালোচনা করলেও বর্তমানে সকলেই এটি ভোটপ্রচারের গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে গ্রহণ করেছেন। শুভেন্দুর বক্তব্যও সেই ধারার অংশ।
তিনি আরও বলেন, রাজ্যে অনেক সময় গুজব ছড়ায় যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প বন্ধ করে দেবে। কিন্তু বিজেপি নেতারা বারবার আশ্বাস দিয়েছেন, বর্তমান সরকার যে সমস্ত প্রকল্প চালাচ্ছে তা বন্ধ করা হবে না এবং নতুনভাবে আরও উন্নত করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও সম্প্রতি কলকাতায় এসে এ বিষয়ে স্পষ্ট করেছেন।
শুভেন্দুর বক্তব্যে বোঝা যাচ্ছে, রাজ্যে ক্ষমতায় এলে বিজেপি লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা বাড়ানোর পরিকল্পনা করছে। তিনি উদাহরণ হিসেবে দিল্লি, ওড়িশা ও হরিয়ানার প্রকল্পের তুলনা করেছেন, যেখানে মহিলাদের বেশি আর্থিক সহায়তা দেওয়া হয়। ভোটের আগে এই প্রতিশ্রুতি রাজনৈতিক গুরুত্ব বহন করছে এবং মহিলাদের সমর্থন আরও সুদৃঢ় করার লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে।
