
শুক্রবার পশ্চিমবঙ্গ সফরে এসে মালদায় সরকারি অনুষ্ঠান ও জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনসভা মঞ্চ থেকে তিনি সরাসরি তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। মোদীর অভিযোগ, গরিব মানুষের স্বার্থে নেওয়া কেন্দ্রের একাধিক জনকল্যাণমূলক প্রকল্প ইচ্ছাকৃতভাবে পশ্চিমবঙ্গে কার্যকর হতে দিচ্ছে না রাজ্য সরকার।
প্রধানমন্ত্রী বলেন, দেশের অন্যান্য রাজ্যে গরিব মানুষ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাচ্ছেন আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে। কিন্তু পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য, যেখানে এই প্রকল্প চালু করতে দেওয়া হয়নি। তাঁর কথায়, “কোটি কোটি মানুষ এই যোজনার মাধ্যমে চিকিৎসার সুবিধা পেলেও বাংলার গরিব ভাই-বোনেরা সেই অধিকার থেকে বঞ্চিত। এত নির্মম সরকারের বিদায় দরকার।”
এদিন প্রধানমন্ত্রী পিএম সূর্য ঘর মুফত বিদ্যুৎ যোজনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ পরিবার ছাদে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুতের বিল শূন্য করতে পেরেছে। কিন্তু তৃণমূল সরকার সেই সুবিধাও বাংলার মানুষের কাছে পৌঁছতে বাধা দিচ্ছে। মোদীর অভিযোগ, গরিবের উপকার হয় এমন কোনও কাজই রাজ্য সরকার এগোতে দেয় না।
মালদার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী স্থানীয় উন্নয়নের অভাবের কথাও বলেন। তাঁর দাবি, শিল্প নেই, কৃষকরা প্রাপ্য সুবিধা পাচ্ছেন না, ফলে মালদা-মুর্শিদাবাদের যুবকদের কাজের খোঁজে ভিন রাজ্যে যেতে হচ্ছে। বিশেষ করে মালদার বিখ্যাত আম চাষ নিয়ে রাজ্য সরকারের ব্যর্থতার অভিযোগ তোলেন তিনি। আম প্রক্রিয়াকরণ শিল্প গড়ে ওঠেনি বলেও মন্তব্য করেন মোদী।
এছাড়াও মুর্শিদাবাদের বেলডাঙায় সংবাদমাধ্যমের উপর হামলার প্রসঙ্গ ও অনুপ্রবেশ ইস্যুতেও তৃণমূলকে নিশানা করেন প্রধানমন্ত্রী। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মালদার সভা থেকে পরিবর্তনের বার্তা দিয়ে বাংলার মানুষের কাছে সরাসরি আবেদন জানান তিনি।
