
বারাসত বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘিরে শুরু হয়েছে নতুন করে জল্পনা। দলের বর্তমান বিধায়ক ও জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী কি এবার টিকিট পাচ্ছেন না, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। সাম্প্রতিক সময়ে দলের একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তাঁর অনুপস্থিতি এই জল্পনাকে আরও উসকে দিয়েছে।
SIR ইস্যু এবং ইডির তল্লাশি নিয়ে প্রতিবাদ সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেখানে প্রায় সব সাংসদ-বিধায়ক ও দলের নেতৃত্ব হাজির ছিলেন, সেখানে দেখা যায়নি চিরঞ্জিতকে। শুধু ওই সভা নয়, সামগ্রিকভাবে বারাসতের রাজনীতিতেও তাঁকে খুব একটা সক্রিয়ভাবে দেখা যাচ্ছে না। সামনে বিধানসভা নির্বাচন, তার মধ্যেই এই নীরবতা নানা প্রশ্ন তুলছে।
তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যে বারাসত এলাকায় নতুন মুখ নিয়ে আলোচনা শুরু হয়েছে। কানাঘুষো অনুযায়ী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও তৃণমূল নেত্রী ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের ছেলে ডাক্তার বৈদ্যনাথের নাম ঘুরছে সম্ভাব্য প্রার্থী হিসেবে। যদিও দলীয় স্তরে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
চিরঞ্জিতের অনুপস্থিতি প্রসঙ্গে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, তাঁকে সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল। কেন তিনি উপস্থিত ছিলেন না, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। অন্যদিকে, গত বছরই চিরঞ্জিত নিজে প্রার্থী হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর জনপ্রিয়তা আগের মতো নেই এবং শেষ সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রীই।
সব মিলিয়ে, বারাসত কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কে হবেন তা নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। চিরঞ্জিত কি সত্যিই ‘আউট’, নাকি শেষ মুহূর্তে বদলাবে সমীকরণ, তার উত্তর দেবে সময়ই। আপাতত, বারাসতের রাজনৈতিক অন্দরে জল্পনার পারদ ক্রমশ চড়ছে।
