
কলকাতা: ভাতা বৃদ্ধি, নিয়মিত মাইনে এবং সরকারি তরফে মোবাইল-সিম দেওয়ার দাবিতে মঙ্গলবার রাজপথে নামলেন আইসিডিএসের অঙ্গনওয়াড়ি কর্মীরা। কলকাতা পুরসভার সামনে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রাজভবনের উদ্দেশে মিছিল এগোলে পুলিশ ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকায়। এরপরই শুরু হয় ধস্তাধস্তি, ধিক্কার স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।
বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁদের মাসিক ভাতা অনিয়মিত। “এক মাস মাইনে দেয়, এক মাস দেয় না” এই অভিযোগই ছিল আন্দোলনের মূল সুর। বহু কর্মীর দাবি, কাজের চাপ বাড়লেও সম্মানী বাড়েনি। তার উপর সরকারি কাজের জন্য মোবাইল ব্যবহারের নির্দেশ দেওয়া হলেও নির্দিষ্ট ভাতা বা সঠিক সহায়তা দেওয়া হয়নি। অনেককে বাধ্য হয়ে নিজের গয়না বন্ধক রেখে বা বিক্রি করে মোবাইল কিনতে হয়েছে বলেও অভিযোগ ওঠে।
এক অঙ্গনওয়াড়ি কর্মী ক্ষোভ উগরে দিয়ে বলেন, কোনও শর্ত চাপিয়ে মোবাইল কেনানো চলবে না। তাঁরা যে মানের ফোন ও যে পরিমাণ ভাতা চেয়েছিলেন, তা দেওয়া হয়নি। উল্টে অন্যায্য শর্ত আরোপ করে জোর করা হয়েছে। আরেক কর্মীর বক্তব্য, “প্রতিদিন অতিরিক্ত কাজ চাপানো হচ্ছে। সামান্য টাকায় এত কাজ কেন করব? প্রতিমাসেই টাকা বাকি থাকে।”
পুলিশি বাধার মুখে আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। তাঁদের সাফ দাবি, রাজভবনে গিয়ে নিজেদের দাবি জানাতেই হবে। পুলিশ পথ না ছাড়ায় মুহূর্তের মধ্যে পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশের সঙ্গে তর্কাতর্কিও দেখা যায়। এক আন্দোলনকারীর প্রশ্ন, “ন্যায্য দাবি জানাতে রাস্তায় নামলে বাধা কেন?”
শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি মানা না হলে আগামী দিনেও আন্দোলন চলবে।
