
সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা শেষ হতে মাত্র ১০ দিন কাটতেই সেই একই স্থানে পাল্টা সভা করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৮ জানুয়ারি বুধবার সিঙ্গুরে অনুষ্ঠিত হবে মমতার সভা, যেখানে তিনি প্রশাসনিক বৈঠকও করবেন। সভার মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রকল্পের সুবিধা সরাসরি জনগণের হাতে তুলে দেওয়া হবে। বিশেষ করে বাংলার বাড়ি প্রকল্পের অধীনে ১৬ লক্ষ পরিবারকে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে।
গত রবিবার সিঙ্গুরে প্রধানমন্ত্রী মোদীর দুই পর্যায়ের কর্মসূচি ছিল। প্রথমে প্রশাসনিক বৈঠক, পরে জনসভা। সভার সময় মোদী রাজ্যের জন্য একাধিক প্রকল্পের সূচনা করেন এবং রাজনৈতিক মঞ্চ থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন। তবে কোনও শিল্প বা অর্থনৈতিক বার্তা তিনি সভায় দেননি।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে, মমতার সভা শুধু প্রশাসনিক বৈঠকই নয়, রাজনৈতিক বার্তা দেওয়ার মঞ্চও হবে। দলের মধ্যে গুঞ্জন, মমতা সিঙ্গুরের সভা থেকে মোদী এবং বিজেপিকে নিশানা দিতে পারেন। হুগলি জেলা তৃণমূল সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সভার পরই দলীয় নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়। পরে মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে নিশ্চিত করা হয়, প্রশাসনিক সভা ও অনুষ্ঠানের জন্য ২৮ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
রাজ্য রাজনীতিতে এই দুই সভার ফাঁক মাত্র ১০ দিন, যা রাজনৈতিক মহলে বিশেষভাবে নজর কাড়ছে। মোদী সভা ও মমতার সভার মধ্যে সময়গত সামঞ্জস্য এবং রাজনৈতিক উদ্দেশ্যকে কেন্দ্র করে সিঙ্গুর এখন নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্র হিসেবে উন্মোচিত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের সভা থেকে কি বার্তা দেবেন, তা আগামী সপ্তাহে রাজ্যবাসী আগ্রহভরে দেখবে।
এই পাল্টা সভা শুধু প্রশাসনিক নয়, রাজনীতির দিক থেকেও তা গুরুত্বপূর্ণ। সিঙ্গুরের এই দুই সভা বাংলার রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
