
আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস (TMC) শিবিরে বড় রকমের ভাঙন দেখা দিয়েছে। মঙ্গলবার মালদহ জেলার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের পঞ্চানন্দপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রায় ৫০‑এরও বেশি কর্মী ও সমর্থক দল ছাড়ে এবং ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন।
এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্প্রতি তৃণমূলে থেকে কংগ্রেসে যোগ দেওয়া রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর এবং তাঁর দাদা, মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ও জেলা সভাপতি ইসা খান চৌধুরী। তারা নতুন সদস্যদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন এবং দলের একতায় আপ্রাণ কাজ করার আহ্বান জানান।
কংগ্রেস শিবিরে যোগদানের পর মৌসম নূর বলেন যে তৃণমূলের বর্তমান পরিস্থিতিতে অনেকেই আত্ম‑সম্মানের কারণেই দল পরিবর্তন করতে চাইছেন। তিনি দাবি করেন, “যারা আত্ম‑সম্মান নিয়ে রাজনীতিতে থাকতে চান, তারা কংগ্রেসে আসুন। গোটা মালদা জেলায় তৃণমূলের কর্মীরা আমাদের সঙ্গে যোগাযোগ করছে এবং আরো অনেকেই যোগ দেবেন।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সংখ্যালঘু এলাকার মানুষদের জন্য তৃণমূল যথাযথ কাজ না করায় কর্মীরা বিরোধী শিবিরে যেতে শুরু করেছে। যদিও কয়েক বছর আগেও অনেক সংখ্যালঘু কংগ্রেস ত্যাগ করে তৃণমূলে যোগ দিয়েছিল, এবারে সেটিই উল্টোচিত্র দেখা যাচ্ছে।
এ বিষয়ের প্রেক্ষাপটে বলা যায়, বিধানসভা ভোটের আগে তৃণমূল শিবিরে উভয়দিক থেকেই আঘাত ও প্রতিরোধের খবর আসছে, যেমন কংগ্রেসে যোগদান হচ্ছে, তেমনি বিভিন্ন সময়ে বিরোধী শিবির থেকেও দল বদল হওয়ার ঘটনা রিপোর্টে এসেছে। এই রাজনৈতিক গতিপ্রকৃতি এখন সামগ্রিক রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা তৈরি করছে।
