
কলকাতার এন্টালি থানার অন্তর্গত কনভেন্ট লেন এলাকায় মর্মান্তিক এক শিশুমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মায়ের সঙ্গে কাপড় তুলতে গিয়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বুধবার ঘটনার তদন্তে নেমেছে এন্টালি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মৃত শিশুটির নাম পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। এ দিন সকালে শিশুটির মা কাজল কুমারী কনভেন্ট লেনের একটি নির্মীয়মান বহুতলের ছাদে শুকনো কাপড় তুলতে যান। সঙ্গে ছিল তাঁর তিন বছরের ছেলে। কাপড় তোলা শেষে মা ছেলেকে আগে নীচে নামতে বলেন। কিছুক্ষণ পর নিজে নীচে নেমে এসে ছেলেকে দেখতে না পেয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েন।
এর পরই আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন কাজল। কোথাও ছেলেকে না পেয়ে তিনি এন্টালি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ওই নির্মীয়মান ভবন এবং সংলগ্ন এলাকা জুড়ে তল্লাশি শুরু হয়। দীর্ঘ খোঁজাখুঁজির পরে ভবনের নীচের তলার লিফট ডাক্টের ভিতর থেকে শিশুটিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়।
তড়িঘড়ি শিশুটিকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। তবে এটি দুর্ঘটনা না অন্য কোনও কারণে মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়।
মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত পরিবারের তরফে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশের আশা। গোটা ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
