
লখনউ থেকে সরাসরি কলকাতায় পা রাখতেই সপা প্রধান অখিলেশ যাদব সরব হলেন। আইপ্যাক-কাণ্ড ও ভোটার তালিকার বিষয়ে তিনি সরাসরি মন্তব্য করে বলেছেন, “দিদি ইডিকে হারিয়েছেন, ফের বিজেপিকেও হারাবেন।” অখিলেশ পরিবারের কারণে কলকাতায় এসেছেন, তবে এই সফরে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কথাও উল্লেখ করেছেন।
অখিলেশ বলেছেন, “বাংলা থেকে মানবতা ও সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে। এখানে হিংসার রাজনীতি কাজ করবে না। দিদির কাছে ইডি হেরেছে, আর পেনড্রাইভের যন্ত্রণা বিজেপি এখনও ভুলতে পারেনি। তাই আমি বলতে পারি, বিজেপিও এখানে হারবে।” তিনি আইপ্যাক-কাণ্ডের প্রসঙ্গ টেনে বিজেপিকে আক্রমণ করেছেন। গত ৮ জানুয়ারি আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডি হানা দিয়ে তল্লাশি চালায়। সেই সময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছান এবং সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভর্মা।
অখিলেশ ভোটার তালিকার বিষয়েও সরব হয়েছেন। তিনি বলেন, “পশ্চিমবঙ্গে খসড়া তালিকা থেকে ৫০ লক্ষের বেশি ভোটার বাদ পড়েছে, কিন্তু উত্তরপ্রদেশে সেই সংখ্যা কোটি কোটি। নির্বাচন কমিশন সর্বত্র ভোট কাটার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গেও এ নিয়ে নজরদারি কাম্য। যেখানে বিজেপি হারছে, সেখানে ভোট কাটার ষড়যন্ত্র চলছে।”
সপা প্রধানের এই মন্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অখিলেশের এই সফর ও মন্তব্য মূলত তৃণমূলকে সমর্থন জানানো এবং বিজেপির দুর্বলতা তুলে ধরার চেষ্টা।
কলকাতার রাজনৈতিক মঞ্চে অখিলেশের আগমন ও সরাসরি আক্রমণ নতুন রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি করেছে, যা আগামী ২০২৬-এর রাজ্য নির্বাচনে প্রভাব ফেলতে পারে।
