
টি-২০ বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। শেষ মুহূর্তে বড় পরিবর্তন, বাংলাদেশের পরিবর্তে এই টুর্নামেন্টে খেলছে স্কটল্যান্ড। মঙ্গলবার ক্রিকেট স্কটল্যান্ড আনুষ্ঠানিকভাবে তাদের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। ভারতের মাটিতে হতে চলা এই বিশ্বকাপে স্কটিশ দল যে প্রস্তুত ছিল, সেটাও স্পষ্ট করেছে বোর্ড।
সূত্রের খবর, বাংলাদেশের সরে দাঁড়ানোর পরই স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হয়। যদিও এই টুর্নামেন্টে স্কটল্যান্ডের খেলার কথা ছিল না, তবে ক্রিকেট স্কটল্যান্ড জানিয়েছে, দল আগেই অনুশীলনের মধ্যে ছিল। ফলে শেষ মুহূর্তে সুযোগ এলেও প্রস্তুতিতে ঘাটতি নেই।
দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ রিচি বেরিংটন। নতুন প্রধান কোচ ওয়েন ডাউকিনসের তত্ত্বাবধানেই দল নির্বাচন করা হয়েছে। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে খেলা ১১ জন ক্রিকেটার এবারের দলেও রয়েছেন, যা অভিজ্ঞতার দিক থেকে স্কটল্যান্ডকে বাড়তি শক্তি দেবে বলেই মনে করছে ক্রিকেট মহল।
ঘোষিত দলে রয়েছেন, রিচি বেরিংটন, টম ব্রুস, ম্যাথিউ ক্রস, ব্র্যাডলি কারি, অলিভার ডেভিডসন, ক্রিস গ্রিভস, জাইনুল্লাহ ইহসান, মাইকেল জোনস, মাইকেল লিস্ক, ফিনলে ম্যাকক্রিথ, ব্র্যান্ডন ম্যাকমুলেন, জর্জ মানসে, সফিয়ান শরিফ, মার্ক ওয়াট ও ব্র্যাডলি হোয়েল। রিজার্ভ হিসেবে দলে থাকছেন জ্যাসপার ডেভিডসন, জ্যাক জার্ভিস, ম্যাকেঞ্জি জোনস, ক্রিস ম্যাকব্রাইড ও চার্লি টিয়ার।
এই দলে বিশেষ নজর কেড়েছেন আফগান বংশোদ্ভূত তরুণ জাইনুল্লাহ ইহসান। সম্প্রতি স্কটল্যান্ডের হয়ে খেলার যোগ্যতা অর্জন করা এই ক্রিকেটার প্রথমবার টি-২০ বিশ্বকাপের দলে জায়গা পেলেন।
৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ ২০২৬। শেষ মুহূর্তের এই নাটকীয় পরিবর্তনে টুর্নামেন্টে নতুন রঙ যোগ হল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। স্কটল্যান্ড কতটা চমক দিতে পারে, সেটাই এখন দেখার।
