
বলিউডের জনপ্রিয় জুটি অক্ষয় কুমার ও করিশ্মা কাপুরের বন্ধুত্ব যে এখনও আগের মতোই প্রাণবন্ত, তারই প্রমাণ মিলল সম্প্রতি একটি জনপ্রিয় গেম শো-তে। অক্ষয় কুমারের সঞ্চালিত শো ‘হুইল অফ ফরচুন’-এ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন করিশ্মা কাপুর। সেখানেই অভিনেত্রীর সম্পত্তি ও ফ্ল্যাট নিয়ে মজার ছলে এমন কিছু মন্তব্য করেন অক্ষয়, যা মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়া ও বলিপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে।
শো চলাকালীন করিশ্মাকে নিয়ে ঠাট্টা করে অক্ষয় বলেন, বান্দ্রায় এমন কোনও বিল্ডিং নেই, যেখানে কাপুর পরিবারের কোনও না কোনও ফ্ল্যাট নেই। তাঁর কথায়, শুধু করিশ্মাই নন, তাঁর মা ববিতা কাপুরের নামেও নাকি একাধিক আবাসন রয়েছে। এমনকি সান্তাক্রুজ ও খার এলাকাতেও ফ্ল্যাট কেনার পরিকল্পনার কথাও মজা করে উল্লেখ করেন অভিনেতা। অক্ষয়ের এই মন্তব্য শুনে স্টুডিওতে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়।
তবে অক্ষয়ের এই মজার আক্রমণের পাল্টা দিতে দেরি করেননি করিশ্মাও। হেসে তিনি বলেন, “আপনারাই বা কম কী? অক্ষয় তো একাই নাকি পুরো জুহু এলাকার মালিক!” করিশ্মার এই রসিক মন্তব্যে আরও জমে ওঠে অনুষ্ঠানের পরিবেশ। দু’জনের এই খুনসুটি ভক্তদের মনে করিয়ে দেয় তাঁদের নব্বইয়ের দশকের জনপ্রিয় ছবি ও পর্দার রসায়নের কথা।
এই মজার মুহূর্তের পাশাপাশি অক্ষয় কুমার বর্তমানে ব্যস্ত তাঁর আগামী ছবি নিয়ে। প্রিয়দর্শন পরিচালিত মনস্তাত্ত্বিক থ্রিলার ‘হায়ওয়ান’-এ তাঁকে শীঘ্রই দেখা যাবে। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করবেন সইফ আলি খান, সায়ামী খের ও শ্রিয়া পিলগাঁওকর। অন্যদিকে করিশ্মাও বিভিন্ন প্রজেক্ট ও টেলিভিশন উপস্থিতির মাধ্যমে আবারও আলোচনায় ফিরছেন।
সব মিলিয়ে, অক্ষয় ও করিশ্মার এই বন্ধুত্বপূর্ণ খুনসুটি আবারও প্রমাণ করল, বলিউডে পুরনো সম্পর্কগুলো এখনও সমানভাবে প্রাণবন্ত ও উপভোগ্য।
