দিল্লি বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস এবং আম আদমি পার্টির (আপ) মধ্যে জোট না হওয়া নিয়ে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার ফলতায় সেবাশ্রয় প্রকল্পের কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, ‘‘বিরোধী ঐক্যের মূল লক্ষ্য বিজেপিকে পরাজিত করা। যে দল যেখানে শক্তিশালী, তাকে সমর্থন জানানো উচিত। অথচ দিল্লিতে আপকে সমর্থন না করে কংগ্রেস কার্যত বিজেপিকেই সুবিধা করে দিচ্ছে।’’
অভিষেকের মন্তব্য, ইন্ডিয়া জোট গঠনের সময় ঠিক হয়েছিল আঞ্চলিক শক্তিশালী দলগুলোকে বিজেপি বিরোধী লড়াইয়ে সমর্থন করা হবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, তামিলনাড়ুতে ডিএমকে, ঝাড়খণ্ডে জেএমএম-এর মতো দলগুলিকে সমর্থন জানানো হয়েছে। দিল্লিতে আপই বিজেপির সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় শক্তিশালী, অথচ কংগ্রেস সেখানে প্রার্থী দিয়ে নির্বাচনে লড়ছে। অভিষেক প্রশ্ন তোলেন, ‘‘কেন এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা বিজেপির জয়ের সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে?’’ ইতিমধ্যেই দিল্লি নির্বাচনে আপকে নিঃশর্ত সমর্থন জানিয়েছে তৃণমূল কংগ্রেস। এ বিষয়ে অরবিন্দ কেজরিওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন। কংগ্রেসের দিকে ইঙ্গিত করে অভিষেক বলেন, ‘‘ছোট দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের গণতন্ত্র রক্ষায় একতার প্রয়োজন। বিজেপিকে হারানোই একমাত্র লক্ষ্য হওয়া উচিত।’’
কংগ্রেস এবং আপের মধ্যে বিরোধ দেখা দেওয়ায় বিজেপির সুবিধা হতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। অভিষেকের দাবি, ‘‘যেখানে বিজেপিকে পরাজিত করার ক্ষমতা রয়েছে, সেখানে আঞ্চলিক দলগুলিকে সমর্থন জানানো উচিত। তবেই দেশে গণতন্ত্র সুরক্ষিত থাকবে।’’
