
মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) সঙ্গে পারফরম্যান্স চলাকালীন হেনস্তা এবং অনুষ্ঠান পরিচালনায় বাধা দেওয়ার অভিযোগে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri) অবশেষে গ্রেফতার হয়েছেন। তবে গ্রেফতারের সময়েই অসুস্থ হয়ে পড়েন তিনি এবং হাসপাতালে ভর্তি করতে হয়। হাসপাতালের বেডে শুয়ে থাকা অবস্থাতেও তনয় allegedly মিমিকে লক্ষ্য করে হুমকি দিয়েছেন। অভিনেত্রী নিজে অবশ্য এই হুমকিকে গুরুত্ব দেননি।
ঘটনার সূত্রপাত গত রবিবার। নয়াগোপালগঞ্জ যুবক সংঘের বাৎসরিক অনুষ্ঠানে মিমি চক্রবর্তী পারফর্ম করার কথা ছিল। নির্ধারিত সময়ের দেরিতে উপস্থিত হওয়ায় অনুষ্ঠান চলাকালীন রাত ১২টার আগে তাকে মঞ্চ থেকে নামানো হয়। মঞ্চে নামানোকে অপমানজনক মনে করেছেন মিমি। বনগাঁ থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে। তিন দিন পর, বৃহস্পতিবার দুপুরে তনয় শাস্ত্রীকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় বাড়ির বাইরে জড়ো হওয়া কয়েকজন মহিলা পুলিশকে বাধা দিতে চেষ্টা করেন। ঠেলাঠেলির মধ্যে পুলিশ তনয়কে বাইরে নিয়ে আসে। বনগাঁ পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশি কাজের বাধার অভিযোগে তনয় শাস্ত্রী সহ আরও দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য, “মিমি চক্রবর্তীর সঙ্গে কোনও অসম্মানজনক আচরণ করা হয়নি। তিনি নির্ধারিত সময়ের অনেক পরে মঞ্চে উঠেন। প্রশাসনের অনুমোদিত সময়সীমা এবং পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে অনুষ্ঠান শেষ করা হয়েছে।”
মিমির অভিযোগ, তনয় শাস্ত্রী মঞ্চে উঠে পারফরম্যান্স বন্ধ করে দেন এবং অপমানের শিকার করেন। ঘটনা প্রকাশ্যে আসার পর পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে।
