
জম্মু-কাশ্মীরের কিশ্তওয়ার এলাকায় জইশ-ই-মহম্মদের সক্রিয় সদস্যদের অনুপ্রবেশের খবর পাওয়ার পর ভারতীয় সেনা চিরুনিতল্লাশি অভিযান শুরু করেছে। সূত্রের খবর অনুযায়ী, পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছে এবং নিরাপত্তারক্ষীরা তৎক্ষণাৎ তাদের খোঁজে গ্রামাঞ্চল থেকে অভিযান চালাচ্ছে।
নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসন শুক্রবার রাত ১২টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই সময় ২জি, ৩জি, ৪জি বা ৫জি, কোনও পরিষেবাই ওই অঞ্চলে কার্যকর হবে না। বিশেষ করে বারামুলার সিংহপোরা, কিশ্তওয়ারের ছত্রু ও চিঙ্গম এলাকায় পুরোপুরি ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে জঙ্গিরা নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারবে না।
গোয়েন্দারা অনুমান করছেন, ছত্রু এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকতে পারে। নিরাপত্তারক্ষীরা সেই লক্ষ্য নিয়ে নইদগাম এবং আরিগাম দ্বাথর এলাকায় তল্লাশি চালাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযান চলাকালীন সাধারণ মানুষকে সমস্যায় পড়তে পারে, কিন্তু তা নিরাপত্তার স্বার্থে করা হয়েছে।
প্রসঙ্গত, গত সপ্তাহে কাঠুয়াতে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে এক পাকিস্তানি জঙ্গির মৃত্যু ঘটে। তার সঙ্গে জইশ-ই-মহম্মদের যোগাযোগ ছিল বলে গোয়েন্দারা ধারণা করছেন। সেই ঘটনার এক সপ্তাহ পর আবারও কিশ্তওয়ার এলাকায় জঙ্গি কার্যক্রমের খবর পাওয়া যাচ্ছে।
নিরাপত্তা বাহিনী আশা করছে দ্রুত অভিযান শেষ করে জঙ্গিদের গ্রেফতার করা সম্ভব হবে। যদিও এখনো কাউকে ধরা পড়েনি, তবুও তল্লাশি চলতে থাকবে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি, প্রশাসন স্যাটেলাইট ফোনের মাধ্যমে যোগাযোগ তত্ত্বাবধানে রেখেছে।
