
ভোটের পারদ যে চড়তে শুরু করেছে তা বোঝা গিয়েছিল অনেক আগেই। ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোতে চাইছে রাজ্যের শাসক দল ও বিরোধীদল গুলি। এদিন শুক্রবার শিলিগুড়ির সৈনিক ভবনের নিকটে মা সন্তোষী মায়ের মাঠ প্রাঙ্গনে এস আই আরের বিরুদ্ধে প্রতিবাদী সভার আয়োজন করা হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বনমন্ত্রী বীরবাহা হাসদা। এছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, এসজেডি এর চেয়ারম্যান দিলীপ দুর্গার, দার্জিলিং জেলা প্রেসিডেন্ট সঞ্জয় টিব্রেয়াল সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের পাল্টা সভা তৃণমূলের। এই মাঠে গত ছ দিন আগে সভা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার। সভার শুরুতেই গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করা হয় সভা মঞ্চ এবং স্লোগান তোলা হয় ” সুকান্ত মজুমদারের চামড়া তুলে নেওয়ার “। এদিন বাগডোগরায় এস আই আর এর বিরুদ্ধে প্রতিবাদ সভা থেকে একের পর এক বিজেপি নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের নেতারা।
গত শনিবার বাগডোগরায় সভা করে সুকান্ত মজুমদার বিতর্কে জড়ান। সভাধিপতিকে জমি মাফিয়া বলে মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী। জানিয়ে চড়াও হয় তৃণমূল। এর পাশাপাশি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে থানায় মানহানের মামলা করা হয়।
রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাসদা সভা মঞ্চ থেকে বিজেপি নেতাদের ঘরে আটকে রাখার হুঁশিয়ারি দেন। হাইকোর্টে শ্রমিক ভট্টাচার্যের ধাক্কা নিয়ে মন্ত্রী জানান, বাংলায় যে কোনভাবে ক্ষমতায় আসতে চাইছে বিজেপি। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বোকা নয়, তাই ওরা ভোট পাবে না। মানুষ ওদের দেবে না ভোট। তিনি আরও বলেন, যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে নামিয়ে ভোটে জেতার চক্রান্ত করছে তা বিফলে যাবে। এস আই আর এর কারণে মৃত্যু নিয়ে ২৬ শে এর ফল পাবে বিজেপি। বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, মহিলাদের ঘরে বন্দি করার হুঁশিয়ারি দিলে আমি মহিলা হিসেবে চ্যালেঞ্জ নিয়ে ওদের ঘরে ঢুকিয়ে রাখার ব্যবস্থা করব।
অমিত শাহের শিলিগুড়ি সফর নিয়ে তিনি বলেন, ভোটের সময় এই সমস্ত পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু হয়। যেভাবে মানুষকে লাইনে দাঁড়ি করিয়ে হয়রানির কাজ করছে তাদের সম্পর্কে আর কি বা বলা যায়। বাংলা জেতার জন্য বিজেপি এস আই আর করছে। এটা পশ্চিমবঙ্গে হতে পারেনা। বিজেপির চক্রান্তে জল ঢেলে দেওয়া হয়েছে।
বিজেপির এস আই আর চক্রান্ত কাজ করেনি তাই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রম ক্যাম্পে মাথা দেখানোর পরামর্শ দিয়েছেন বিজেপি নেতাদের।
সুকান্ত মজুমদারের পাল্টা সভা নিয়ে তিনি বলেন, আজকের এই সভা কারো পাল্টা সভা নয় আমাদের কর্মসূচি চলছে।
