
হরিচাঁদ ঠাকুরের লেখা বন্দে মাতরম এ বছর ১৫০ বছরে পা দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার মঞ্চে এসে গানটির পবিত্রতা স্মরণ করেন। তিনি বলেন, ‘‘স্বাধীনতার লড়াইয়ে শহিদদের মুখে শেষ শব্দই ছিল ‘বন্দে মাতরম’। মোদি সরকার এবার এটির ১৫০ বছর পূর্তি উদ্যাপন করছে।’’
মঞ্চে উপস্থিত অমিত শাহ সমর্থকদের সঙ্গে হাত মিলিয়ে উজ্জ্বল কণ্ঠে স্লোগান দিতে বলেন, ‘‘ভারত মাতা কি জয়! জয় শ্রীরাম!’’ তিনি যোগ করেন, ‘‘বাংলায় বিজেপি সরকার গঠনের জন্য এই কণ্ঠ আরও জোরে উঠতে হবে।’’
শাহ আনন্দপুরে ঘটে যাওয়া মর্মান্তিক আগুনের ঘটনা নিয়েও সরব হন। ২৫ জন নিহত ও ২৭ জন নিখোঁজ হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এটি দুর্ঘটনা নয়। কারখানার মালিক কার ঘনিষ্ঠ? কোথায় বিনিয়োগ হয়েছে? এত মানুষ মারা যাওয়ার পরও কেন কাউকে গ্রেফতার করা হয়নি?’’
তিনি স্বচ্ছ তদন্তের দাবি জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও আহ্বান জানান। তিনি বলেন, ‘‘নিহতদের পরিবারের সঙ্গে শুভেন্দু অধিকারী ও দলীয় নেতাদের দেখা করতে গিয়েও বাধার সম্মুখীন হতে হয়েছে। এই ধরনের ঘটনার ক্ষেত্রে রাজনীতি নয়, ন্যায় ও দায়িত্বই প্রাধান্য পাবে।’’
শাহের এই বক্তব্য রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। বন্দে মাতরম-এর ঐতিহ্য উদ্যাপন এবং আনন্দপুর দুর্ঘটনার তদন্তকে কেন্দ্র করে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে রাজনৈতিক বিতর্ক আরও জোরদার হয়েছে।
