
মহারাষ্ট্রের রাজনীতিতে এক নাটকীয় অধ্যায়ের সূচনা। অজিত পওয়ারের আকস্মিক মৃত্যুর পর তাঁর ফাঁকা হয়ে যাওয়া উপ-মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন স্ত্রী সুনেত্রা পওয়ার। আজই তিনি মহারাষ্ট্রের নতুন উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। এনসিপি বিধায়ক দলের নেত্রী হিসেবেও তাঁর নাম চূড়ান্ত হয়েছে।
বারামতিতে বুধবার এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অজিত পওয়ারের মৃত্যু হয়। সেই ঘটনার পর রাজ্যের রাজনৈতিক মহলে শোকের আবহ তৈরি হয়। একইসঙ্গে শুরু হয় উত্তরসূরি নির্বাচন নিয়ে আলোচনা। শেষ পর্যন্ত দলের অভ্যন্তরীণ বৈঠকে সর্বসম্মতভাবে সুনেত্রা পওয়ারকে বিধায়ক দলের নেত্রী হিসেবে বেছে নেওয়া হয়। এনসিপি নেতৃত্বের দাবি, এই সিদ্ধান্তে দলের পূর্ণ সমর্থন রয়েছে এবং জনমানসের আবেগকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
এনসিপি-র কার্যনির্বাহী সভাপতি প্রফুল প্যাটেল, রাজ্য সভাপতি সুনীল তটকরসহ শীর্ষ নেতৃত্ব মুম্বইয়ের বিধান ভবনে বৈঠক করে সুনেত্রার নাম প্রস্তাব করেন। বৈঠকের পর সুনীল তটকর জানান, বিধায়ক দলের সদস্যরা আনুষ্ঠানিকভাবে তাঁকেই নেতা নির্বাচিত করবেন এবং এরপর মুখ্যমন্ত্রীর কাছে সিদ্ধান্ত জানানো হবে।
উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে হলে সুনেত্রা পওয়ারকে তাঁর রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে হবে। রাজ্যসভার সদস্য হিসেবে তিনি পরিবেশ সংরক্ষণ, গ্রামীণ উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক অগ্রগতির পক্ষে একাধিক উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১০ সালে তিনি এনভায়রনমেন্টাল ফোরাম অফ ইন্ডিয়া (EFOI) প্রতিষ্ঠা করেন, যা পরিবেশ সচেতনতা বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলসম্পদ ব্যবস্থাপনায় কাজ করে।
এনসিপি-র প্রবীণ নেতা ও মহারাষ্ট্রের মন্ত্রী ছগন ভুজবলও সুনেত্রার উপ-মুখ্যমন্ত্রী হওয়াকে স্বাগত জানিয়েছেন। তাঁর কথায়, অজিত পওয়ারের অকালপ্রয়াণের পর জনগণ এমন সিদ্ধান্তই প্রত্যাশা করছিল। আজকের শপথের মধ্য দিয়েই মহারাষ্ট্র রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে।
