আবারো দিল্লিতে ফের ২৬ জানুয়ারির কুচকাওয়াজে কর্তব্য পথে নামবে বাংলার ট্যাবলো। ২০২৫ সালের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্য সরকারের দুটি জনপ্রিয় প্রকল্প লক্ষীর ভান্ডার এবং লোকপ্রসার দিল্লির কর্তব্য পথে পাড়ি দেবে। ওয়াকিবহাল মহলের ধারণা, এর মাধ্যমে বাংলার ক্ষমতায়ন এবং স্বনির্ভরতা তুলে ধরতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে।
সাধারণতন্ত্র দিবসের দিল্লির কর্তব্য পথে বহুবার পশ্চিমবঙ্গের ট্যাবলো অনুমোদন পায়নি। এই নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে বহু বিতর্ক সৃষ্টি হয়েছিল। এবার কিন্তু বাংলার ট্যাবলোর থিম প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদন পেয়েছে। এ বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন রাজনৈতিক মহলের একাংশ।
জানা গিয়েছে, একটি দুর্গার মূর্তি বাংলার ট্যাবলোর সামনে থাকবে। এছাড়াও দেবী মূর্তির মধ্যে থাকবে বাংলার ঐতিহ্যবাহী ছৌ-নৃত্যের ঐতিহ্যের ছাপ। নারীর ক্ষমতার প্রতীক হিসেবে এই ধারণা। এছাড়াও বড় রাখা হবে। এই কলসি হবে লক্ষীর ভান্ডারের প্রতীক। প্রকল্পের নাম লেখা থাকবে কলসির উপর। একই সঙ্গে ট্যাবলোর উপর প্রদর্শিত হবে বাউল গান ও ছৌ-নৃত্য।
প্রসঙ্গত, রাজ্য সরকারের একটি জনপ্রিয় এবং সফল প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্প মহিলাদের মন জয় করে নিয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক অনুদান পান ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা। ২০২৪-এ লোকসভা নির্বাচনের পূর্বে লক্ষ্মীর ভান্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী। লোক প্রসার প্রকল্পটিও মুখ্যমন্ত্রীর চালু করা। লোকশিল্পীদের পরিচয় পত্র দিয়ে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে এই উদ্যোগ। ষাটোর্ধ্ব শিল্পীরা এই প্রকল্পের আওতায় মাসে হাজার টাকা করে পান।
