৫ ম্যাচের টি-২০ সিরিজে প্রথম দুটি ম্যাচ জিতে বড় লিড নিয়েছে ভারত। মঙ্গলবার রাজকোটে তৃতীয় ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত করবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। অন্যদিকে, টানা দুই ম্যাচ হেরে চাপের মুখে জস বাটলারের ইংল্যান্ড দল। তাদের জন্য সিরিজের বাকি তিনটি ম্যাচই কার্যত ডু অর ডাই।
ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার এখন পর্যন্ত দুই ম্যাচে দুরন্ত ব্যাটিং করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। তবে দলের অন্য ব্যাটাররা ব্যর্থ হওয়ায় দলটি এখনও পর্যন্ত ধারাবাহিক পারফরম্যান্স দিতে পারেনি।
ইংল্যান্ড ইতিমধ্যেই তৃতীয় ম্যাচের দল ঘোষণা করেছে। দ্বিতীয় ম্যাচের একাদশই অপরিবর্তিত রেখেছে তারা। ভারতের সম্ভাব্য একাদশেও বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
ইংল্যান্ডের একাদশ: ফিল সল্ট (উইকেটকিপার), বেন ডাকেট, জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেইমি স্মিথ, জেইমি ওভারটন, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।
ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, রমনদীপ সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই / মহম্মদ শামি, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।
রাজকোটের ম্যাচে ভারতীয় দল সিরিজ নিশ্চিত করার জন্য মরিয়া হয়ে মাঠে নামবে। তবে জস বাটলারের নেতৃত্বে ইংল্যান্ড দল একেবারে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামবে। মঙ্গলবারের ম্যাচে উত্তেজনার পারদ তুঙ্গে উঠবে বলেই আশা করা হচ্ছে।
