শীতের শেষ পর্বেও বড়সড় আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিল হাওয়া অফিস। ফেব্রুয়ারির মধ্যভাগেই রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী পাঁচ দিন বজ্রবিদ্যুৎ সহ টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলা জুড়ে।
কী বলছে আবহাওয়া দফতর?আবহাওয়াবিদদের মতে, হরিয়ানা ও অসমে জোড়া ঘূর্ণাবর্তের সঙ্গে নতুন পশ্চিমী ঝঞ্ঝার আগমন ঘটছে ১৮ ফেব্রুয়ারি। পাশাপাশি উত্তর ভারতে ওয়েস্টার্লি জেড স্ট্রিম উইন্ড সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গে বুধবার থেকে মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। উত্তরবঙ্গেও একই সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কোন কোন জেলায় বৃষ্টি?দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়ায় বুধবার থেকেই বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুক্রবারও পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গের পরিস্থিতিউত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে বুধবার থেকে রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার, শনিবার ও রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ের উচ্চ পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।
কুয়াশার দাপট অব্যাহতদার্জিলিং ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। উত্তরবঙ্গের বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতেও কুয়াশার প্রভাব দেখা যাবে।
কলকাতার আবহাওয়াআজ থেকেই কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। ১৯ ফেব্রুয়ারি থেকে বৃষ্টি শুরু হয়ে ২০ ফেব্রুয়ারিতেও বজ্রবিদ্যুৎ-সহ চলবে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৯ ডিগ্রি বেশি।
