দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার (২৩ ফেব্রুয়ারি) এক হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ দারুণ জয় পেল ভারত। ব্যাটিং সুপারস্টার বিরাট কোহলির অনবদ্য শতকে ভর করে ভারত ২৪২ রানের লক্ষ্যমাত্রা ৪২.৩ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে পেরিয়ে যায়। কোহলির এই সেঞ্চুরি তার চ্যাম্পিয়ন্স ট্রফি ক্যারিয়ারের প্রথম, যা দলকে জয়ের পথে এগিয়ে দেয়।
ভারতের ইনিংসের শুরুটা কিছুটা নড়বড়ে হলেও, বিরাট কোহলি ব্যাট হাতে যেন একাই লড়াইয়ে নেমেছিলেন। অভিজ্ঞ এই ব্যাটার ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ধৈর্য আর আগ্রাসনের চমৎকার মিশ্রণে সাজান তার ইনিংস। ১০০ রানের অপরাজিত ইনিংস খেলে তিনি প্রমাণ করে দিলেন কেন তাকে বড় মঞ্চের রাজা বলা হয়। তার সঙ্গে শ্রেয়াস আইয়ার ৫৬ রানের ইনিংস খেলে অপর প্রান্ত থেকে সহায়তা করেন, যা ভারতকে জয়ের দোরগোড়ায় নিয়ে যায়।
এই পরাজয়ের ফলে পাকিস্তান গ্রুপ এ-তে শূন্য পয়েন্ট নিয়ে একেবারে তলানিতে অবস্থান করছে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এখন তাদের তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলের পারফরম্যান্সের দিকে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারায়, তাহলে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা কিছুটা উজ্জ্বল হতে পারে।
পাকিস্তান প্রথমে ব্যাট করে ২৪১ রানে অলআউট হয়, যেখানে সৌদ শাকিল ৬২ ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ৪৬ রান করেন। তবে ভারতীয় স্পিনার কুলদীপ যাদবের ত্রাসের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তানি ব্যাটাররা। কুলদীপ ৪০ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের মিডল অর্ডার গুড়িয়ে দেন, যা ভারতীয় বোলিং আক্রমণকে আরও বিধ্বংসী করে তোলে।
এই জয়ের ফলে ভারত গ্রুপ এ-তে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে। অন্যদিকে, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড তিন দলেরই সমান ২ পয়েন্ট করে পাওয়ার সম্ভাবনা থাকছে, যার ফলে সেমিফাইনালের সমীকরণ জটিল হয়ে উঠতে পারে।
বিরাট কোহলির ব্যাটিং দৃঢ়তা, কুলদীপ যাদবের জাদুকরী স্পিন, আর শ্রেয়াস আইয়ারের কার্যকরী ইনিংস—এই তিনের সংমিশ্রণে ভারত দেখিয়ে দিল, কেন তারা চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। পাকিস্তানের জন্য পরবর্তী ম্যাচ এখন বাঁচা-মরার লড়াই হতে চলেছে!
Leave a comment
Leave a comment
