কেরলে রাজনৈতিক প্রভাব বিস্তারের পথে ধীরে ধীরে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস সম্প্রতি, রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করে কেরল কংগ্রেস (গণতান্ত্রিক)-এর চেয়ারম্যান সাজি মাঞ্জাকদম্বিল তাঁর অনুগামীদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। গতকাল রাতে, তৃণমূলের রাজ্য সমন্বয়কারী পি ভি আনোয়ারের উপস্থিতিতে এনডিএ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন তাঁরা।
মাঞ্জাকদম্বিল জানিয়েছেন, তাঁদের দীর্ঘদিনের অভিজ্ঞতা বলছে, এনডিএ জোটের মধ্যে থেকে দলের প্রয়োজনীয় স্বীকৃতি এবং ন্যায্য গুরুত্ব আদায় সম্ভব হয়নি। তিনি দাবি করেন, এতদিন এনডিএ-র অংশ হয়েও একবারও দলকে কোনও গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়নি। এই কারণে, রাজনৈতিক ভবিষ্যৎকে আরও শক্তিশালী করতে তাঁরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে পথচলা শুরু করলেন।
তৃণমূলে যোগদানের পর মাঞ্জাকদম্বিল আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা ঘোষণা করেন। আগামী এপ্রিল মাসে কেরলের কোট্টয়মে একটি সম্মেলনের আয়োজন করা হবে, যেখানে নতুন দৃষ্টিভঙ্গি ও কর্মপরিকল্পনার রূপরেখা নির্ধারিত হবে। রাজনৈতিক মহলের মতে, এই সম্মেলন তৃণমূলের কেরল রাজনীতিতে পা জমানোর কৌশলেরই অংশ। উল্লেখ্য, মাঞ্জাকদম্বিল গত বছর এপ্রিলে কেরল কংগ্রেস থেকে বেরিয়ে এসে নতুনভাবে কেরল কংগ্রেস (গণতান্ত্রিক) গঠন করেছিলেন।
এই যোগদানের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস দক্ষিণ ভারতের রাজনীতিতে নিজেদের উপস্থিতি জোরদার করার লক্ষ্যে আরও এক ধাপ এগোল, যা আগামী দিনে কেরলের রাজনৈতিক সমীকরণে নতুন মোড় আনতে পারে।
Leave a comment
Leave a comment