পূর্ব ঘোষণা মতই বাংলাদেশে আত্মপ্রকাশ ঘটল ছাত্রদের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র।শুক্রবার বিকেলে বাংলাদেশের সময় ৪টে ২০ মিনিটে কোরান, গীতা, ত্রিপিটক, বাইবেল থেকে পাঠ করে নতুন দলের সূচনা হয়। ধর্মগ্রন্থ থেকে পাঠের পর বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে রাজনীতির ময়দানে নাম লিখিয়েছে এই নতুন দল।গত জুলাই মাসে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে উত্তাল হয়ে ওঠা বাংলাদেশে হাসিনাকে গদিচ্যুত করার অনেক কুশীলবই নেতৃত্বে আছেন এই নতুন দলের।
নতুন এই রাজনৈতিক দলের থাকছে শীর্ষ ১০ পদ, অর্থাৎ তা পরিচালির হবে সুপার টেন ফর্ম্যাটে। তরুণদের নতুন এই ‘জাতীয় নাগরিক পার্টি’র নামের ইংরেজি রূপ হবে ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ বা এনসিপি। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর তথ্য অনুসারে নতুন দলের আহ্বায়ক হয়েছেন মো. নাহিদ ইসলাম। সদস্যসচিব আখতার হোসেন। এই দলের সদস্যসচিব আখতার হোসেন। নতুন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে থাকছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব। জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে থাকছেন তাসনিম জারা ও নাহিদা সারওয়ার (নিভা)। প্রধান সমন্বয়কারী পদে থাকছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। যুগ্ম সমন্বয়ক হচ্ছেন আবদুল হান্নান মাসউদ।হাসনাত আবদুল্লাহকে মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সারজিস আলমকে মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদে চূড়ান্ত করা হয়েছে।
জাতীয় নাগরিক কমিটির মিডিয়া সেল সূত্রে খবরে প্রকাশ বিএনপি, সিপিবি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জেএসডি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলকে আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল।প্রথমে সংস্কারের কথা বললেও পরে চাপের মুখে পড়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ২০২৫ সালের শেষ দিকে বাংলাদেশে নির্বাচন হতে পারে। হাসিনা-বিরোধী আন্দোলনে বড় ভূমিকা নেওয়া এই ছাত্রদের দল ভোটেযুদ্ধে বিভিন্ন দলের দুঁদে রাজনীতিকদের কীভাবে টেক্কা দেয় সেটাই এখন দেখার।
Leave a comment
Leave a comment
