সুদীপ্ত চট্টোপাধ্যায়
“অভিষেক রাজনীতি করতে আসেননি। তিনি তাদের পারিবারিক দলকে ভাঙিয়ে। ব্যবসা করতে এসেছেন। তিন হাজার কোটির মালিক হয়েছেন।” গতকাল নেতাজি ইনডোরে তৃণমূলের মেগা কর্মিসভায় শুভেন্দুকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রেক্ষিতে আজ এভাবেই প্রত্যুত্তর দিলেন শুভেন্দু আধিকারি। গতকালের কর্মিসভায় শুভেন্দু আধিকারি-মুকুল রায়দের চিন্হিত করা হয়েছিল বলে অভিষেক যে দাবি করেন তার প্রেক্ষিতে শুভেন্দুর পাল্টা ” আমাকে চিন্হিত করা হয়নি, আমাকে টার্গেট করা হয়েছিল। সেটা বুঝেই ওদের পারিবারিক পার্টিকে আমি টা টা বাই বাই করে দিয়েছি। ” কটাক্ষের সুরে তার মন্তব্য, “2011 সালের পর সাজানো বাগানে ফুল তুলতে রাজনীতিতে আসেন অভিষেক।” তাঁর অর দাবি, 2020 সালে যখন একে একে বিভিন্ন সরকারি পদ ও মন্ত্রিত্ব থেকে অব্যহতি দেন শুভেন্দু তখন তার হাতে-পায়ে ধরা হয়েছিল। যদিও তিনি তৃণমূল ছাড়েন এবং পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নন্দীগ্রামে নির্বাচন লড়ে জয়ী হন। তার মতে, মুকুল রায়ের থেকে সবকিছু কেড়ে নিয়েছিল তৃণমূল। অসহায় মুকুলকে আশ্রয় দিয়েছিল বিজেপি। ঠিক যেমন 98 সালে মমতাকে আশ্রয় দিয়েছিলেন অটলবিহারি বাজপেয়ি।
