ব্যাংকুরা জেলায় একাধিক মাদ্রাসা শিক্ষা কেন্দ্র (এমএসকে) বন্ধ হওয়ার মুখে। পড়ুয়াদের সংখ্যা কমে যাওয়ার কারণে প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্যাংকুরার বিভিন্ন ব্লকে অবস্থিত এমএসকে স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমে গিয়েছে। এই পরিস্থিতিতে প্রশাসন বিকল্প ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে।
জেলার শিক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, “এমএসকে স্কুলগুলির উদ্দেশ্য ছিল গ্রামীণ ও পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সহজলভ্য করা। কিন্তু সাম্প্রতিক সময়ে বেশিরভাগ এমএসকে স্কুলে ছাত্রসংখ্যা কমে গিয়েছে। তাই স্কুলগুলিকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
বিভিন্ন এলাকায় অভিভাবকরা জানিয়েছেন, স্কুলের পরিকাঠামো ও শিক্ষার মান কমে যাওয়ার কারণেই ছাত্রছাত্রীরা স্কুলছুট হয়ে পড়ছে। অনেক অভিভাবক সন্তানদের অন্য স্কুলে ভর্তি করানোর পথ বেছে নিচ্ছেন।
তবে, শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, যেসব এলাকায় এমএসকে স্কুল বন্ধ হয়ে যাবে, সেখানকার ছাত্রছাত্রীদের বিকল্প স্কুলে ভর্তি করানোর ব্যবস্থা করা হবে। প্রশাসনের এই সিদ্ধান্তে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকে এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও, অনেকে আবার এটিকে শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা বলে মনে করছেন।
শিক্ষা দফতর জানিয়েছে, পরিস্থিতি বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে ব্যাংকুরায় মোট ২০টির বেশি এমএসকে স্কুল রয়েছে। তার মধ্যে অন্তত ১০টি স্কুল বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।
