নদীয়ার কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের আগে নতুন করে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ
সুদীপ্ত চট্টোপাধ্যায়
নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। রাজ্যে এই প্রথম কোন বিধানসভা নির্বাচন অথবা উপনির্বাচনের জন্য শুধুমাত্র সেই বিধানসভা কেন্দ্রে নতুনভাবে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ দিল নির্বাচন কমিশন। গতকালই নদীয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য এই নির্দেশ দিয়েছে কমিশন।
গত পয়লা ফেব্রুয়ারি রাতে কলকাতার এস এস কে এম হাসপাতালে মারা যান কালীগঞ্জে প্রবীণ তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদ। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী ৬ মাসের মধ্যে এই শূন্যস্থান পূরণ করার কথা। অর্থাৎ আগামী ৩১ জুলাই এর মধ্যে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন করতে হবে কমিশনকে। এই পরিস্থিতিতে গতকাল শুধুমাত্র কালীগঞ্জ বিধানসভার জন্য নতুন করে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ৮ এপ্রিল কালিগঞ্জ বিধানসভার জন্য নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে। আগামী ৫ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে বলেও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
কেন নজির বিহীন ভাবে আচমকা এই সিদ্ধান্ত? তা নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে নির্দিষ্টভাবে কিছু জানায়নি কমিশন। মনে করা হচ্ছে সাম্প্রতিক ভুতুড়ে ভোটার অথবা ডুপ্লিকেট এপিক কার্ড ইস্যুতে গোটা দেশজুড়ে ভোটার তালিকা নিয়ে যে তোলপাড় শুরু হয়েছে। সে কথা মাথায় রেখেই নিজেদের সেফ সাইডে রাখতে এবং যাবতীয় বিতর্ক এড়াতে কমিশন ফের নতুন করে কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের জন্য ভোটার তালিকা সংশোধনের বিশেষ সিদ্ধান্ত নিয়েছে।ইতিমধ্যেই নদীয়া জেলার বিভিন্ন এলাকায় বা বিধানসভা কেন্দ্রে সিনিয়র সিটিজেন বা ৬০ বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের নতুন করে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করানো হচ্ছে বলে অভিযোগ তুলেছে প্রদেশ কংগ্রেস। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তরেও অভিযোগ জানিয়েছেন তারা। নির্বাচন কমিশনের এই নজিরবিহীন সিদ্ধান্তে এ ধরনের অভিযোগ কেই গুরুত্ব দেওয়া হতে পারে বলেও মনে করছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর।
উল্লেখযোগ্য শুধু নদীয়ার কালিগঞ্জ নয় এই সময়কালে গোটা দেশে আটটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা। এই আটটি বিধানসভা উপনির্বাচন একইসঙ্গে হবে বলেও কমিশন সূত্রে জানা গেছে। কমিশনের নিয়ম অনুযায়ী এখন সারা বছর ভোটার তালিকায় নাম সংযুক্তিকরণ থেকে শুরু করে নাম নথিভুক্তকরণ সবকিছুই করা যায়। কিন্তু নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের জন্য এক বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
