নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সিবিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন। তাদের দাবি, সিবিআই তদন্ত প্রক্রিয়া নিয়ে তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে না এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় থেকে তাঁদের অবগত রাখা হয়নি। মঙ্গলবার শীর্ষ আদালতে শুনানির সময় সিবিআইয়ের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, নির্যাতিতার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, কিন্তু তাঁদের আইনজীবী বৃন্দা গ্রোভার এতে কোনও আপত্তি তোলেননি।
নির্যাতিতার বাবা-মা অভিযোগ করেন, সিবিআই মিথ্যে দাবি করেছে এবং নিম্ন আদালতে চার্জশিট পেশের সময় তাঁদের জানানো হয়নি। তাঁরা জানান, সাপ্লিমেন্টারি চার্জশিট কবে পেশ হবে সে বিষয়েও কোনো তথ্য দেওয়া হয়নি। সিবিআইয়ের ভূমিকা নিয়ে তাঁরা অসন্তোষ প্রকাশ করেছেন। নির্যাতিতার মা হতাশা ব্যক্ত করে জানান, এতদিন পরেও তাঁরা জানেন না কেন তাঁদের মেয়েকে হত্যা করা হলো।
তবে, নির্যাতিতার বাবা-মা এখনও সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়ায় বিশ্বাস রেখেছেন এবং তাঁদের একমাত্র লক্ষ্য এখন মেয়েকে ন্যায়বিচার পাওয়া। তারা চান, যারা তাঁদের মেয়েকে অকালে কেড়ে নিয়েছে, তাদের শাস্তি নিশ্চিত করা হোক।
সিবিআইয়ের পেশ করা রিপোর্ট অনুযায়ী, সুপ্রিম কোর্ট জানিয়েছে, শিয়ালদা আদালতে আরজি কর মামলার বিচারপ্রক্রিয়া মাসখানেকের মধ্যে শেষ হবে এবং ৫২ জন সাক্ষীর মধ্যে ৪৩ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।