অ্যাডিলেড টেস্টের পর ব্রিসবেনে তৃতীয় টেস্ট খেলতে যাওয়ার সময় এক অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়ল ভারতীয় দল। সময়মতো না পৌঁছানোয় টিমবাস যশস্বী জয়সওয়ালকে রেখেই বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয়। পরে সিকিউরিটি অফিসারের সঙ্গে আলাদা গাড়িতে বিমানবন্দরে পৌঁছান যশস্বী।
বুধবার সকাল ৮টা ৩০ মিনিটে অ্যাডিলেডের টিম হোটেল থেকে টিমবাস ছাড়ার কথা ছিল। নির্ধারিত সময়ের মধ্যে রোহিত শর্মা, কেএল রাহুল, শুভমন গিল, মহম্মদ সিরাজ, নীতীশকুমার রেড্ডি, ধ্রুব জুরেলরা বাসে উঠেন। তবে নীতীশ কিছুক্ষণ পরে হোটেলে ফিরে গিয়ে ফের বাসে ওঠেন।
এরপরেও বাস ছাড়তে দেরি হয়। ভারতীয় দলের ম্যানেজার এবং সিকিউরিটি অফিসারকে হোটেলের ভেতরে যেতে দেখা যায়। টিম ম্যানেজারের মুখের অভিব্যক্তিতে বিরক্তি স্পষ্ট ছিল বলে মনে করেন সংশ্লিষ্ট মহল। এমন পরিস্থিতিতে রোহিত শর্মাকে বাসের বাইরে বেরিয়ে পিছনের দিকে কথা বলতে দেখা যায়। অবশেষে ৮টা ৫০ মিনিটে বাস রওনা দেয়।
এর পাঁচ মিনিট পরে যশস্বী এবং সিকিউরিটি অফিসারকে হোটেল থেকে বেরিয়ে একটি গাড়িতে ওঠেন। সেখান থেকে তারা বিমানবন্দরের দিকে রওনা দেন এবং সময়মতো পৌঁছে যান। এরপর যশস্বী তার সতীর্থদের সঙ্গে ব্রিসবেনগামী বিমান ধরেন।
ব্রিসবেনে পৌঁছে ভারতীয় দলের পক্ষ থেকে পোস্ট করা ভিডিওতে খেলোয়াড়দের হাসিমুখে দেখা যায়। রোহিত, আকাশদীপ, যশস্বী, রাহুল, নীতীশের মুখে ছিল খুশির ছাপ। ঋষভ পন্তকেও হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে হাসিমুখে দেখা যায়।
১৪ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হতে চলেছে ভারতের তৃতীয় টেস্ট।