টেলিভিশনের টিআরপি তালিকায় এবার কিছু নতুন চমক। প্রথম দুই সপ্তাহের পর, আদৃত রায় অভিনীত ‘মিত্তির বাড়ি’ তার কাঙ্ক্ষিত সাফল্য লাভ করতে পারেনি। সেরা পাঁচে জায়গা না পাওয়ার পাশাপাশি, শুভবিবাহকেও হারিয়ে স্লট দখলে নিতে ব্যর্থ হয়েছে সিরিয়ালটি। বেশ কিছু পরিচিত মুখের উপস্থিতি সত্ত্বেও, নির্মাতাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতি।
অন্যদিকে, স্টার জলসার ‘কথা’ টিআরপি তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে, যার অন্যতম কারণ হলো এভি আর কথার মধ্যে টানটান রসায়ন। ৭.৫ নম্বর সংগ্রহ করে এক নম্বরে রয়েছে এই মেগা, আর ‘ফুলকি’-কে হারিয়ে শীর্ষস্থান দখল করেছে। তবে, আরও এক ধামাকা অপেক্ষা করছে, যখন গুলিবিদ্ধ নায়িকার প্রাণ সংশয়ের দৃশ্য দর্শকদের সামনে আসবে।
দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে চারটি মেগা—গীতা এলএলবি, উড়ান, পরিণীতা এবং ফুলকি, সবই ৭.০ নম্বর পেয়ে এই অবস্থানে রয়েছে। একই রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আনন্দী এবং জগদ্ধাত্রী, দুই সিরিয়ালই বেশ জনপ্রিয়।
চতুর্থ স্থানে যৌথভাবে স্থান পায় ‘কোন গোপনে মন ভেসেছে’ এবং ‘রাঙামতী তিরন্দাজ’। পঞ্চম স্থানে এসেছে ‘গৃহপ্রবেশ’, ৬.৪ নম্বর সংগ্রহ করে। শুভলক্ষ্মী এবং আদৃতের নতুন মেগা এই সপ্তাহে অনেকটা সফলতা দেখিয়েছে।
এদিকে, ‘মিত্তির বাড়ি’ স্লট হারানোর পাশাপাশি টিআরপি তালিকার নীচে চলে গেছে, যার মধ্যে শোভা পাচ্ছে সুধা-তেজের সিরিয়াল ‘শুভবিবাহ’। তবে, আদৃতের অভিনীত নতুন সিরিয়াল সামনে কী ঘটবে, তা দেখার বিষয় হয়ে উঠেছে।