তামিলনাড়ুর দিন্দিগুল শহরের সিটি হসপিটালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটে এই মর্মান্তিক ঘটনা। মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে। পুলিশ ও দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ শুরু করলেও, প্রাণ বাঁচানো সম্ভব হয়নি।
এদিন রাতের অগ্নিকাণ্ডের পর হাসপাতালে থাকা ৩০ জন রোগীকে নিরাপদে উদ্ধার করে অন্য সরকারি হাসপাতালে ভরতি করা হয়। দমকলকর্মীরা ঘটনার সময় লিফট থেকে ৬ জনের মৃতদেহ উদ্ধার করেন। জানা যায়, ওই ৬ জনের মৃত্যু হয়েছে শ্বাসরোধ হয়ে। পরে তাদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হলে মৃত ঘোষণা করা হয়।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, হাসপাতাল থেকে আগুন লাগার খবর পাওয়ার পরই দমকল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা এতটাই ছিল যে, হাসপাতালের জানলা দিয়ে লাল আগুনের শিখা ও কালো ধোঁয়া বের হচ্ছিল, যা গোটা এলাকার আকাশকে ঢেকে দিয়েছিল।
জেলার প্রশাসক এমএন পুঙ্গোডি এএনআই-কে জানিয়েছেন, “সকল রোগীকে উদ্ধার করে অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।” পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ শর্টসার্কিট হতে পারে।
এই ঘটনা সাম্প্রতিক মাসগুলোতে হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা সংক্রান্ত দ্বিতীয় বড় বিপর্যয়। গত নভেম্বর মাসে উত্তর প্রদেশের ঝাঁসিতে ১১ নবজাতকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল, যেখানে অগ্নিকাণ্ডের ফলে ১৬ জন আহত হয়েছিলেন।