ভারতের বিরুদ্ধে চলমান সিরিজের প্রথম টেস্টে ভালো বোলিং করেছেন জোশ হেজেলউড। প্রথম ইনিংসে ৪টি ও দ্বিতীয় ইনিংসে ১টি উইকেট নিয়েছেন তিনি। তবে চোটের কারণে তিনি অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারেননি। এ নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকররা।
হেজেলউডের অনুপস্থিতিতে সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে সুযোগ পান স্কট বোল্যান্ড। তিনি দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে প্রথম ইনিংসে ২টি ও দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট নেন, অর্থাৎ দুই ইনিংসে মোট ৫টি উইকেট দখল করেন। তবে ব্রিসবেনের তৃতীয় টেস্টে তাকে বাদ পড়তে হচ্ছে, কারণ হেজেলউড ফিরতে সক্ষম হয়েছেন এবং তাকে প্রথম একাদশে নেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স শুক্রবার নিশ্চিত করেছেন যে, তারা সিরিজের তৃতীয় টেস্টে উইনিং কম্বিনেশন ভেঙে মাঠে নামবেন। তবে একমাত্র পরিবর্তন হিসেবে হেজেলউডের ফেরাটা নিশ্চিত। কামিন্স বলেন, “হেজেলউডের ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই। সে নেটে দারুণ বল করেছে এবং মেডিক্যাল টিম তার মাঠে নামা নিয়ে আত্মবিশ্বাসী।”
বোল্যান্ডের বাদ পড়া প্রসঙ্গে কামিন্স বলেন, “ওকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত কঠিন ছিল। গত ১৮ মাসে অনেক সময় রিজার্ভ বেঞ্চে কাটাতে হয়েছে, তবে যখনই মাঠে নামার সুযোগ পেয়েছে, দুর্দান্ত পারফর্ম করেছে।” কামিন্স আশা প্রকাশ করেছেন, বোল্যান্ড পরবর্তীতে আবার সুযোগ পাবেন।
অস্ট্রেলিয়ার প্লেয়িং ইলেভেনে পরিবর্তন হিসেবে হেজেলউডের অন্তর্ভুক্তি নিশ্চিত।