কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শুক্রবার স্পষ্ট করে দিয়েছেন যে, ভারতে স্যাটেলাইট স্পেকট্রামের বণ্টন হবে প্রশাসনিকভাবে এবং এর জন্য কোনও ‘ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ’ নীতি অনুসরণ করা হবে না। ‘ইন্ডিয়ান ইকোনমিক কনক্লেভে’ মন্ত্রী বলেন, “বৈজ্ঞানিক সীমাবদ্ধতার কারণে স্যাটেলাইট পরিষেবার জন্য স্পেকট্রাম নিলাম করা সম্ভবপর নয়।”
তিনি আরও বলেন, “বিশ্বের কোনও দেশ স্যাটেলাইট নিলাম করে না কারণ এটি বাস্তবিকভাবে অসম্ভব। স্যাটেলাইট স্পেকট্রামের মূল্য নির্ধারণ করবে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি (TRAI) এবং তার ভিত্তিতেই স্পেকট্রাম বণ্টন করা হবে।”
এদিকে, সম্প্রতি ইলন মাস্কের নেতৃত্বাধীন স্টারলিংক ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং তিনি প্রশাসনিকভাবে স্পেকট্রাম বণ্টনের পক্ষে ছিলেন। তবে রিলায়েন্স জিও এবং এয়ারটেল এই পদ্ধতির বিরোধিতা করে, তারা চেয়েছিল স্যাটেলাইট স্পেকট্রামের নিলাম হোক, যাতে বাজারে প্রতিযোগিতা বজায় থাকে।
বিশ্বের অধিকাংশ দেশেই স্যাটেলাইট স্পেকট্রামের বণ্টন প্রশাসনিকভাবে হয়ে থাকে এবং ভারতে এই পদ্ধতি অনুসরণ করা হবে বলে সাফ জানিয়ে দেন মন্ত্রী। তিনি বলেন, “ভারত আন্তর্জাতিক নিয়ম মেনে চলবে, যা বিশ্বের অন্যান্য দেশও অনুসরণ করে থাকে।”
এদিকে, রিলায়েন্স জিও এবং এয়ারটেল প্রশাসনিক বণ্টন পদ্ধতির বিরোধিতা করে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়াকে চিঠি পাঠিয়েছে, তবে সিন্ধিয়ার বক্তব্য ছিল, “ভারত এ বিষয়ে অন্য কোনো দিক অনুসরণ করছে না।”