সুইৎজারল্যান্ড ১ জানুয়ারি থেকে ভারতীয় সংস্থাগুলির ডিভিডেন্ডের উপর ১০ শতাংশ কর আরোপ করতে চলেছে। এর আগে, সুইৎজারল্যান্ড ভারতকে ‘মোস্ট ফেভারড নেশন’ (এমএফএন) হিসেবে গণ্য করত এবং ডবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স চুক্তির আওতায় ভারতীয় সংস্থাগুলির লভ্যাংশে কোনো কর আরোপিত হয়নি। তবে এবার এই চুক্তির আওতায় পরিবর্তন আনা হয়েছে।
গত ১১ ডিসেম্বর সুইৎজারল্যান্ডের অর্থ মন্ত্রক একটি বিবৃতি জারি করে, যেখানে বলা হয়, গত বছরের সুপ্রিম কোর্টের রায়ের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই রায়ে বলা হয়েছিল, যদি কোনো দেশ ‘অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ (ওইসিডি) এর সদস্য হয় এবং ভারতের সঙ্গে আগে কোনো চুক্তি থাকে, তবে ‘মোস্ট ফেভারড নেশন’ ধারা আর কার্যকর হবে না। এর ফলে, সুইৎজারল্যান্ডের সঙ্গে ভারতের প্রাক্তন চুক্তি আর প্রযোজ্য হয়নি এবং ডিভিডেন্ডের উপর করের হার বাড়ানো হয়েছে।
এছাড়া, ভারত কলম্বিয়া ও লিথুয়ানিয়ার সঙ্গে বিশেষ কর চুক্তি স্বাক্ষর করেছিল, যেখানে ওইসিডি সদস্যদের তুলনায় কম করের হার নির্ধারিত হয়েছিল। পরে, ওই দেশগুলো ওইসিডি সদস্য হওয়ার পর সুইৎজারল্যান্ড ডিভিডেন্ডের উপর করের হার ১০ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ করার ঘোষণা করেছিল। তবে, ২০২৩ সালে ভারতের সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়ে জানায় যে, ‘মোস্ট ফেভারড নেশন’ ধারা সরাসরি প্রযোজ্য হবে না।
এদিকে, ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইউরোপীয় ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের (ইএফটিএ) সদস্য দেশগুলির সঙ্গে দ্বৈত কর চুক্তি নিয়ে পুনরায় আলোচনা হতে পারে।