কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এর দুই তারকার লড়াইয়ে শেষ হাসি হাসল মুম্বই ইন্ডিয়ান্স। ১৩ বল বাকি থাকতে মধ্যপ্রদেশকে পাঁচ উইকেটে হারিয়ে মুম্বই দ্বিতীয়বার সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতল। তরুণ সূর্যাংশ শেড়গে ও অথর্ব আনকোলেকরের দুরন্ত পারফরম্যান্সে ফাইনালে জয় লাভ করল মুম্বই। ষষ্ঠ উইকেটে তাদের ২০ বলে ৫১ রানের অপরাজিত জুটি মুম্বইয়ের জয়ের কপালে হাসি ফোটায়।
ম্যাচের বেশিরভাগ সময় ধরে মনে হচ্ছিল মুম্বইই জয়ী হবে। প্রথমে ব্যাট করতে নেমে মধ্যপ্রদেশ শুরুতেই বিপদে পড়ে। নয় ওভারে ৫৪ রানে চার উইকেট হারানোর পর অধিনায়ক রজত পতিদারের ৪১ বলে অপরাজিত ৮০ রানে তাদের স্কোর ১৭৪ রানে পৌঁছায়। বেঙ্কটেশ আইয়ার ও রাহুল বাথামের কিছুটা সহযোগিতায় মধ্যপ্রদেশ এই রান তুলতে সক্ষম হয়, তবে বাকিরা কিছুই করতে পারেননি।
মুম্বইকে লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে শুরুতে কিছুটা বিপদে পড়ে। পৃথ্বী শ এবং শ্রেয়স আইয়ার দ্রুত আউট হয়ে গেলে ম্যাচের টানাপোড়েন বাড়ে। তবে রাহানে ও সূর্যকুমার যাদবের দুর্দান্ত ব্যাটিং মুম্বইকে সামনে এগিয়ে নিয়ে যায়। রাহানে ৩০ বলে ৩৭ রান করেন, এবং সূর্য ৩৫ বলে ৪৮ রান করে আউট হন।
তবে ম্যাচের শেষদিকে তরুণ সূর্যাংশ ও অথর্বের মুনাফার জুটিতে জয় নিশ্চিত হয় মুম্বইয়ের। ২০ বলে ৫১ রান যোগ করে তারা মুম্বইকে সৈয়দ মুস্তাক আলি ট্রফি জয় এনে দেন।