শনিবার রাতে ভাইপো নির্বাণ খানের জন্মদিনের পার্টিতে সেলিব্রিটিরা একত্রিত হলেন, যেখানে সলমন খানসহ একাধিক তারকা উপস্থিত ছিলেন। সলমনের বোন অর্পিতা খানের নতুন চালু হওয়া রেস্তোরাঁয় আয়োজন করা হয় এই জমকালো বার্থ ডে পার্টি। যদিও সম্প্রতি সলমন খান নিরাপত্তার কারণে বেশ কিছু সতর্কতার মধ্যে থাকেন, তবুও পারিবারিক অনুষ্ঠানগুলোতে তিনি নিয়মিত অংশগ্রহণ করেন।
এই পার্টিতে উপস্থিত ছিলেন সলমন খান, জ্যাকি শ্রফ, কার্তিক আরিয়ান, ইব্রাহিম খান, অগস্ত্য নন্দা, আরিয়ান খান, সুহানা খান প্রমুখ। সলমন কালো শার্ট ও নীল ডেনিমে পার্টিতে প্রবেশ করেন, এবং সুহানাকে দেখা যায় কালো শর্ট ড্রেস ও হিল জুতোতে। ইব্রাহিম বেছে নিয়েছিলেন সাদা টি-শার্ট ও জ্যাকেট, আর অগস্ত্য নন্দা কালো টি-শার্ট ও লেদার জ্যাকেটে ছিলেন।
অগস্ত্য নন্দার সঙ্গে শাহরুখ খানের মেয়ে সুহানা খানের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় খবর শোনা যায়, তবে তাঁরা কখনোই সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেননি। পার্টিতেও তাঁরা আলাদা আসেন ও ফিরে যান আলাদা গাড়িতে।
নির্বাণ খান, সলমন খানের ছোট ভাই সোহেল খান এবং তার প্রাক্তন স্ত্রী সীমা সাজদেহের বড় ছেলে, যিনি সম্প্রতি সেলিব্রেটি হয়ে উঠেছেন। সলমন খানের নিরাপত্তা নিয়ে নানা সময় চর্চা হয়েছে, কারণ তিনি কয়েকবার হত্যার হুমকি পেয়েছেন, এমনকি তার পিতৃসঙ্গী সিদ্দিকি হত্যার শিকার হয়েছেন। এসব সত্ত্বেও সলমন কাজ চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি ‘বিগ বস’ শ্যুট, ‘দাবাং ট্যুর’ এবং পরবর্তী অ্যাকশন ছবি ‘সিকন্দর’-এ ব্যস্ত।
অগস্ত্য নন্দা, যিনি গত বছর ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন, এবার ‘ইক্কিস’ সিনেমায় অভিনয় করবেন। সুহানা খানও বর্তমানে ‘কিং’ ছবির প্রস্তুতি নিচ্ছেন, যা পরিচালনা করছেন সুজয় ঘোষ। আরিয়ান খান ২০২৫ সালে নেটফ্লিক্স সিরিজ দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন।