বিশ্বখ্যাত তবলাবাদক ও সঙ্গীতজ্ঞ, প্রবাদপ্রতিম শিল্পী ওস্তাদ জাকির হুসেন আর নেই। ৭৩ বছর বয়সে আজ তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন এই কিংবদন্তি শিল্পী, যাঁকে গত কয়েকদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছিল। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীতবিশ্বে।
১৯৫১ সালের ৯ মার্চ ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করা জাকির হুসেন ছিলেন তবলাবাদক ওস্তাদ আল্লাহ রাখা-এর পুত্র। তাঁর সঙ্গীত জীবনের শুরু ৫ বছর বয়সে, যখন তিনি তবলা বাজানো শুরু করেন। তাঁর অসামান্য প্রতিভার জন্য তিনি পেয়েছেন দেশের সর্বোচ্চ সম্মান, যেমন ১৯৮৮ সালে পদ্মশ্রী, ২০০২ সালে পদ্মভূষণ এবং ১৯৯০ সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। ১৯৯৯ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেরিটেজ ফেলোশিপ লাভ করেন, যা ঐতিহ্যবাহী সঙ্গীতজ্ঞদের জন্য সবচেয়ে সম্মানজনক পুরস্কার।
শিল্পী জাকির হুসেন শুধু তবলাবাদনে ছিলেন না, তিনি সুরকার ও সঙ্গীত প্রযোজক হিসেবেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তিনি ‘হিট অ্যান্ড ডাস্ট’ চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেন এবং সঙ্গীত জগতের প্রতি তাঁর অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এছাড়াও, তিনি প্রথম ভারতীয় সঙ্গীতজ্ঞ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমন্ত্রণে হোয়াইট হাউসে যোগ দেন।
তার মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্যরা এবং সঙ্গীতপ্রেমীরা। তিনি তাঁর স্ত্রী আন্তোনিয়া মিনেকোলা এবং দুটি কন্যা রেখে গেছেন।