পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ফিরহাদ হাকিমের বিতর্কিত মন্তব্যের পর তৃণমূল কংগ্রেস তাকে ‘কড়া ডোজ’ দিয়েছে। শনিবার একটি অনুষ্ঠানে ফিরহাদ হাকিম মুসলিম সম্প্রদায় নিয়ে এমন কিছু মন্তব্য করেন, যা তৃণমূলের কাছে অগ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে। এই মন্তব্যের পর তৃণমূল কংগ্রেস তার পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে স্পষ্ট জানিয়েছে যে, ফিরহাদের মন্তব্য দলের অবস্থান বা মতাদর্শের সঙ্গে মিল নেই এবং তাদের ঐক্য, শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি অঙ্গীকার অটুট রয়েছে।
বিবৃতিতে বলা হয়, “ফিরহাদের মন্তব্য তৃণমূল কংগ্রেসের আদর্শের বিরুদ্ধে এবং দলের কোনও ধরনের সহিষ্ণুতার প্রতি অশুভ আঘাত। এমন মন্তব্য পশ্চিমবঙ্গের সামাজিক কাঠামোকে প্রশ্নবিদ্ধ করবে, এ ধরনের কিছু হলে দলের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তবে তৃণমূল জানায়নি, ফিরহাদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না।
উল্লেখ্য, ফিরহাদ হাকিম শনিবার বলেছিলেন, “আমরা আমাদেরকে সংখ্যালঘু হিসেবে ভাবি না, আমাদের উপরে আল্লাহর রহমত থাকলে একদিন আমরা মেজরিটির থেকেও মেজরিটি হয়ে উঠতে পারি।” এছাড়া তিনি সমাজতন্ত্রের ধারণা ব্যাখ্যা করে আরও বলেন, “সমাজতন্ত্র মানে নয় যে কাউকে নামিয়ে আনা, বরং নিজেকে বড় জায়গায় পৌঁছানো।”
এই মন্তব্যের পর বিজেপি এবং তৃণমূলের অন্দরেও সমালোচনার ঝড় ওঠে। যদিও ফিরহাদ সাফাই দেন যে তিনি ভারতীয় এবং ধর্মনিরপেক্ষ মানুষ, তবে তৃণমূল তার মন্তব্যের জন্য তাকে কড়া সতর্কতা দিয়েছে।