এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বাংলাকে গুরুত্বপূর্ণ স্বীকৃতি দেওয়া হলো। প্রাণীজ প্রোটিন উৎপাদন, অর্থাৎ দুধ, ডিম ও মাংস উৎপাদনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ শীর্ষে উঠে এসেছে। দেশের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ এবং দ্বিতীয় বৃহত্তম মহারাষ্ট্রকে পিছনে ফেলে বাংলার এই সাফল্য প্রমাণ করেছে যে রাজ্যটি এগিয়ে যাচ্ছে। সোমবার, এক্স হ্যান্ডেলে এই খবর প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের সদ্য প্রকাশিত ‘পশুপালন পরিসংখ্যান ২০২৪’-এ দেখা যাচ্ছে, বাংলা এখন দেশের সর্বোচ্চ মাংস উৎপাদনকারী রাজ্য। জাতীয় উৎপাদনের ১২.৬২ শতাংশ বাংলার অবদান।’’ এছাড়া, দুধ উৎপাদনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ দেশের সর্বোচ্চ বার্ষিক বৃদ্ধির হারের রেকর্ড করেছে। যেখানে জাতীয় গড় ছিল ৩.৭৮ শতাংশ, সেখানে বাংলার গড় বৃদ্ধি ৯.৬৭ শতাংশ।
এমন একটি সাফল্য রাজ্য সরকারের জন্য অত্যন্ত গর্বের। বিরোধীরা যেভাবে রাজ্য সরকারের নীতির সমালোচনা করে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাফল্য তাদের মুখে চপেটাঘাত। রাজ্য সরকারের উদ্ভাবনী নীতি এবং কার্যকর কর্মসূচির ফলস্বরূপ বাংলার কৃষক এবং উৎপাদকরা শক্তিশালী প্রমাণিত হয়েছেন।
এছাড়া, পোলট্রি খাতে অর্থাৎ ডিম উৎপাদনে, পশ্চিমবঙ্গ জাতীয় স্তরের তুলনায় অনেক বেশি বৃদ্ধি দেখিয়েছে। বাংলার বার্ষিক বৃদ্ধির হার ১৮.০৭ শতাংশ, যা জাতীয় গড়ের (৩.১৮ শতাংশ) অনেক বেশি। এটি বাংলার কৃষি এবং পশুপালন ক্ষেত্রে এক নতুন দিশা দেখাচ্ছে।
এই সাফল্য বাংলা রাজ্যের নতুন করে আত্মবিশ্বাস এবং উন্নতির প্রতীক হিসেবে সামনে এসেছে, যা আগামী দিনে আরও বড় পরিচিতি লাভ করবে বলে আশা করা হচ্ছে।