প্রথম দুই টেস্ট জিতে সিরিজের দখল নিয়ে ইংল্যান্ড, তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হ্যামিল্টন টেস্টে বড় রানের টার্গেট পেয়ে সিরিজে নিজেদের আশা শেষ দেখতে হয়েছিল ব্রিটিশদের। ৬৫৮ রানের বিশাল লক্ষ্য পেয়ে শেষ ইনিংসে ইংল্যান্ডের জন্য জয় ছিল কার্যত অসম্ভব। শেষ পর্যন্ত ৪২৩ রানে হ্যামিল্টন টেস্ট জিতে সিরিজে ব্যবধান কমিয়ে ২-১ করে ফেলল নিউজিল্যান্ড।
এটি নিউজিল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় জয়গুলোর একটি। ২০১৮ সালে ক্রাইস্টচার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ৪২৩ রানে জয় পায় কিউয়িরা, এবং এবার সেই রেকর্ডটি সমতল করল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি ছিল নিউজিল্যান্ডের কিংবদন্তি পেসার টিম সাউদির কেরিয়ারের শেষ টেস্ট। সাউদির বিদায়টা হয়ে ওঠে স্মরণীয়, আর রেকর্ড জয় দিয়ে তিনি নিজের ক্যারিয়ারকে সম্মান জানালেন।
টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ৩৪৭ রানে অল আউট হয়। ইংল্যান্ড প্রথম ইনিংসে মাত্র ১৪৩ রান করায় কিউয়িরা ২০৪ রানের বড় লিড নেয়। এরপর নিউজিল্যান্ড নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলে ৪৫৩ রান তুলে, ইংল্যান্ডের সামনে ৬৫৮ রানের বিশাল লক্ষ্য দাঁড়িয়ে যায়।
ইংল্যান্ড তৃতীয় দিন শেষে ১৮ রানে ২ উইকেট হারায়, অর্থাৎ তাদের দরকার ছিল ৬৪০ রান। তবে চতুর্থ দিন ইংল্যান্ড ২৩৪ রানে অল আউট হয়ে যায়। ইংল্যান্ডের হয়ে জেকব বেথেল ৭৬, জো রুট ৫৪ ও গাস অ্যাটকিনসন ৪৩ রান করেন, তবে বেন স্টোকস চোটের কারণে ব্যাট করেননি।
নিউজিল্যান্ডের হয়ে মিচেল স্যান্টনার দ্বিতীয় ইনিংসে ৮৫ রানে ৪ উইকেট নেন। টিম সাউদি ও ম্যাট হেনরি ২টি করে উইকেট নেন। স্যান্টনারের অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরা পুরস্কার ও সিরিজ সেরা ক্রিকেটারের পুরস্কারও তার ঝুলিতে আসে।
এভাবে, নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টে বড় জয় পেয়ে নিজেদের সম্মান রক্ষা করে, এবং ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ে ফিরল।