মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন প্রদেশের ম্যাডিসন অঞ্চলে একটি স্কুলে বন্দুকবাজের হামলায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হামলায় নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানা গেছে। এ ছাড়া আরও অন্তত ৫ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, হামলাটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অ্যাবন্ড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে ঘটে। এই স্কুলে প্রায় ৪০০ শিক্ষার্থী পড়াশোনা করে, যারা কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ছে।
ম্যাডিসনের পুলিশ প্রধান শোন বার্নস এক সংবাদ সম্মেলনে বলেন, সন্দেহভাজন বন্দুকবাজ সহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। তবে পরবর্তী রিপোর্টে বলা হয়, এই ঘটনায় তিনজন মারা গেছেন, এবং দুইজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, হামলাকারী একটি ১৭ বছর বয়সী কিশোরী ছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর বন্দুকবাজকে মৃত অবস্থায় পাওয়া যায়। তদন্ত এখনও চলছে।
এই ঘটনায় স্কুলে পুলিশের গাড়ি এবং অ্যাম্বুলেন্স দ্রুত পৌঁছাতে দেখা যায়। আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক নিয়ন্ত্রণ ও স্কুল নিরাপত্তার বিষয়ে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক তুঙ্গে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের হামলার সংখ্যা সাম্প্রতিক বছরগুলোতে বৃদ্ধি পেয়েছে। চলতি বছরেই ৩২২টি বন্দুকবাজের হামলা ঘটে, যা ১৯৬৬ সালের পর থেকে দ্বিতীয় সর্বোচ্চ। ২০২৩ সালে এ ধরনের ৩৪৯টি হামলা ঘটেছিল। একইভাবে, ২০২2 সালে ৬৪৭টি বন্দুকবাজের হামলার ঘটনা ঘটেছিল।
এদিকে, গত বছরেও মেইন প্রদেশের লেউইস্টনে বন্দুকবাজের হামলায় ২০ জনের বেশি প্রাণ হারিয়েছিলেন। একই বছর, মিসিসিপি ও ক্যালিফোর্নিয়াতেও বন্দুকবাজের অতর্কিত হামলায় বহু মানুষের মৃত্যু হয়। এই ঘটনাগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা সম্পর্কিত গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।