২০২৪ সালের শেষলগ্নে দিল্লির আপ সরকার বড় ঘোষণা করল। রাজধানী দিল্লির সিনিয়র সিটিজেনদের জন্য চালু হচ্ছে ‘সঞ্জীবনী যোজনা’, যার আওতায় ৬০ বছরের উর্ধ্বে যাঁরা রয়েছেন, তাঁদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করবে সরকার। দিল্লির সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে এই সুবিধা প্রাপ্ত হবে। আপ নেত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, যদি তাঁদের সরকার ফের ক্ষমতায় আসে, তবে এই প্রকল্পটি পুরোপুরি কার্যকর হবে।
আজকের এই ঘোষণায় কেজরিওয়াল বলেন, “আপনাদের যত্ন নেওয়া এখন আমাদের কর্তব্য। আপনাদের কঠোর পরিশ্রমের ফলেই দেশ এগিয়ে গেছে।” তিনি আরও বলেন, এই প্রকল্পের আওতায় ৬০ বছর ও তার বেশি বয়সী নাগরিকরা সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন।
এই ঘোষণার পরবর্তী সময়ে কেজরিওয়াল জানিয়ে দেন যে, দিল্লি বিধানসভা নির্বাচনটি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, যদিও ভারতের নির্বাচন কমিশন এখনও ভোটের তারিখ ঘোষণা করেনি। নির্বাচনের আগে আম আদমি পার্টি তাদের নির্বাচনী প্রস্তুতি জোরদার করছে এবং ৭০টি আসনে প্রার্থীদের তালিকা তৈরি করছে। কেজরিওয়াল নিজে নিশ্চিত করেছেন, তিনি নিউ দিল্লি আসন থেকে লড়াই করবেন এবং মুখ্যমন্ত্রী অতিশী কালকাজি আসন থেকে প্রার্থী হবেন।
সঞ্জীবনী যোজনার আওতায় প্রবীণ নাগরিকরা যেকোনো হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন এবং তাদের চিকিৎসা খরচের কোনো ঊর্ধ্বসীমা থাকবে না। কেজরিওয়াল জানিয়েছেন, এই প্রকল্পের জন্য নিবন্ধন খুব শিগগিরই শুরু হবে এবং আম আদমি পার্টির কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নিবন্ধন করবেন।