ভারত এবং চিনের মধ্যে চলতি সপ্তাহে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে—পবিত্র কৈলাস-মানস সরোবর যাত্রা পুনরায় চালু করার ব্যাপারে দুই দেশ একমত হয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সাক্ষাতের পর ভারতের বিদেশ মন্ত্রক জানায়, “কৈলাস-মানস সরোবর যাত্রা পুনরায় চালু করার বিষয়টি ইতিবাচক আলোচনা হয়েছে, এবং সীমান্ত বাণিজ্য ও আন্তঃসীমান্ত সহযোগিতা নিয়ে আলোচনায় সমঝোতা হয়েছে।”
২০২০ সালে কোভিড মহামারীর কারণে এই পবিত্র যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছিল, যা ধর্মীয় দিক থেকে হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও কোভিড পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পরেও, চিনের পক্ষ থেকে এই যাত্রা পুনরায় শুরু করা সম্ভব হয়নি। তবে, ভারত এবং চিনের মধ্যে সাম্প্রতিক আলোচনায়, কৈলাস-মানস সরোবর যাত্রা পুনরায় চালু করার বিষয়ে সম্মতি জানানো হয়েছে। তবে কবে থেকে এই যাত্রা শুরু হবে, তা এখনও স্পষ্টভাবে জানানো হয়নি।
কৈলাস পর্বত এবং মানস সরোবর, তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত, যা প্রাচীনকাল থেকেই পুণ্যার্থীদের জন্য একটি অত্যন্ত পবিত্র স্থান হিসেবে গণ্য হয়ে এসেছে। ভারতের উত্তরাখণ্ড এবং সিকিম থেকে দুটি প্রধান রুটে এই যাত্রা হয়ে থাকে। উত্তরাখণ্ডের লিপুলেখ এবং সিকিমের নাথুলা দিয়ে পুণ্যার্থীরা কৈলাস-মানস সরোবর যাত্রা করেন।
এছাড়া, উত্তরাখণ্ড সরকার বিকল্প রুটের ব্যবস্থা করেছিল, এবং ২০২৩ সালে ধরচুলার মহকুমা শাসক জানিয়ে ছিলেন যে, পুণ্যার্থীরা লিপুলেখ পাহাড় থেকে কৈলাস পর্বত দেখতে পারবেন। এছাড়া আকাশপথেও কৈলাস দর্শন করানোর ব্যবস্থা করা হয়েছিল বলে দাবি করা হয়েছে।