বুধবার জানা গেল, অস্কারের সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনয়ন থেকে ছিটকে গেছে কিরণ রাও পরিচালিত এবং আমির খান প্রযোজিত সিনেমা ‘লাপাতা লেডিজ’। মঙ্গলবার অ্যাকাডেমি অব মোশন পিকচার্স, আর্টস অ্যান্ড সায়েন্সেস ২০২৫ সালের অস্কারের জন্য সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনয়ন পাওয়া ১৫টি ছবির নাম ঘোষণা করলেও, সেই তালিকায় ছিল না ‘লাপাতা লেডিজ’। এর পরেই নতুন করে আলোচনা শুরু হয় এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে বলিউডের লবি এবং আমির খান।
সম্প্রতি ভারতের অস্কার জুরির প্রাক্তন চেয়ারম্যান অমল পালেকারের মন্তব্য নতুন করে এই বিতর্ক উসকে দিয়েছে। তিনি জানিয়ে দেন, যখন তিনি জুরি সদস্য ছিলেন, তখন একটি বড় তারকার ছবি অস্কারে পাঠানোর জন্য তার উপর চাপ এসেছিল। পালেকার যদিও কোনো তারকা বা সিনেমার নাম প্রকাশ করেননি, তবে অনেকেই ধারণা করছেন, তিনি আমির খান এবং তার ছবি ‘পিকে’ সম্পর্কে কথা বলছেন।
এখন প্রশ্ন উঠছে, ‘লাপাতা লেডিজ’-এর বাছাই কি বলিউডের লবির চাপের ফলস্বরূপ? বিশেষ করে, যখন ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমাটিকে অনেকেই এগিয়ে রেখেছিলেন, তখন কেন ‘লাপাতা লেডিজ’কেই বেছে নেওয়া হয়েছিল। সমালোচকদের দাবি, সিনেমাটি কখনোই অস্কারের দৌড়ে যাওয়ার মতো নয়। আমির খান, যিনি সাধারণত ভারতীয় পুরস্কার অনুষ্ঠান থেকে নিজেকে দূরে রাখেন, এবার কেন এমন সিদ্ধান্তে এলেন, তা নিয়ে আলোচনা চলছে।
নেটদুনিয়ায় এখন এটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে, এবং প্রশ্ন উঠছে, ‘অস্কারের লোভে’ কি এমন সিদ্ধান্ত নিলেন আমির খান?